হোম > সারা দেশ > ঢাকা

সাভারে এসি বিস্ফোরণে উড়ে গেল দোকান, বেশ কয়েকজন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকার সাভারে একটি দরজির দোকানে এসি বিস্ফোরণে অন্তত সাতজন দগ্ধ ও আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) রাত ৯টার দিকে গেন্ডা এলাকা এ ঘটনা ঘটে। 

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, রাত ৯টার দিকে ঢাকা–আরিচা মহাসড়কে সাভারের গেন্ডা বাসস্ট্যান্ডের কাছে আদ্রিতা ফেব্রিকস অ্যান্ড টেইলার্স নামের একটি দোকানে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে টিনের তৈরি দোকানটি উড়ে যায়। এ সময় দোকান মালিক ইউসুফ আলী ও কর্মচারী নাহিদ মিয়া এবং দোকানের সামনে থাকা রিকশাচালক শিমুল মোল্লাসহ অন্তত সাতজন দগ্ধ বা আহত হন। তাঁদের প্রথমে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পড়ে অবস্থার অবনতি ঘটলে অগ্নিদগ্ধ ইউসুফ ও নাহিদসহ তিনজনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। 

সাভার ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মেহেরুল ইসলাম বলেন, ‘দোকানটিতে ব্যবহৃত এসি থেকে বিস্ফোরণ  ঘটে। এসি বিস্ফোরণে দোকানটি উড়ে যায়। এতে বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।’ 

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্জামান বলেন, ‘বিস্ফোরণে বেশ কয়েকজন দগ্ধ এবং আহত হওয়ার কথা শুনেছি। তাঁদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে, যাদের শেখ হাসিনা জাতীয় বান ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে।’

সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা