হোম > সারা দেশ > ঢাকা

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবিতে জাগপার সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: আজকের পত্রিকা

‎‎ভারতে পালিয়ে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর দাবিতে রাজধানীর বাড্ডায় সড়ক অবরোধ করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নেতা-কর্মীরা। এতে বাড্ডা কাঁচাবাজার, হোসেন মার্কেট, মেরুল বাড্ডা, রামপুরা এলাকায় যানবাহন চলাচল ব্যাহত হয়।

জাতীয় প্রেসক্লাব থেকে ‎‎আজ সকাল ১০টার দিকে বিক্ষোভ মিছিল বের করেন জাগপার নেতা-কর্মীরা। মিছিলটি ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা দিলে পুলিশ তাদের বাড্ডা কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে আটকে দেয়। বেলা সাড়ে ১১টার দিকে সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন জাগপার নেতা-কর্মীরা।

সমাবেশ থেকে ভারত সরকারকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর দাবি জানানো হয়। ঘণ্টাখানেক নেতা-কর্মীরা সড়কে অবস্থান করায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ বিক্ষোভকারীদের সড়ক ছেড়ে দিতে বললে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়।

একপর্যায়ে দুপুর সোয়া ১২টার দিকে রাস্তা ছেড়ে দেন জাগপার নেতা-কর্মীরা।

এ বিষয়ে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার দাবিতে সকালে সড়কে অবস্থান নেন জাগপার নেতা-কর্মীরা। এ সময় যান চলাচল কিছুটা ব্যাহত হয়। পরে বাধ্য হয়ে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে