হোম > সারা দেশ > ঢাকা

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবিতে জাগপার সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: আজকের পত্রিকা

‎‎ভারতে পালিয়ে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর দাবিতে রাজধানীর বাড্ডায় সড়ক অবরোধ করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নেতা-কর্মীরা। এতে বাড্ডা কাঁচাবাজার, হোসেন মার্কেট, মেরুল বাড্ডা, রামপুরা এলাকায় যানবাহন চলাচল ব্যাহত হয়।

জাতীয় প্রেসক্লাব থেকে ‎‎আজ সকাল ১০টার দিকে বিক্ষোভ মিছিল বের করেন জাগপার নেতা-কর্মীরা। মিছিলটি ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা দিলে পুলিশ তাদের বাড্ডা কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে আটকে দেয়। বেলা সাড়ে ১১টার দিকে সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন জাগপার নেতা-কর্মীরা।

সমাবেশ থেকে ভারত সরকারকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর দাবি জানানো হয়। ঘণ্টাখানেক নেতা-কর্মীরা সড়কে অবস্থান করায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ বিক্ষোভকারীদের সড়ক ছেড়ে দিতে বললে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়।

একপর্যায়ে দুপুর সোয়া ১২টার দিকে রাস্তা ছেড়ে দেন জাগপার নেতা-কর্মীরা।

এ বিষয়ে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার দাবিতে সকালে সড়কে অবস্থান নেন জাগপার নেতা-কর্মীরা। এ সময় যান চলাচল কিছুটা ব্যাহত হয়। পরে বাধ্য হয়ে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার