হোম > সারা দেশ > শরীয়তপুর

শরীয়তপুরে দেয়ালচাপায় নির্মাণশ্রমিক নিহত

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর পৌর এলাকায় নির্মাণকাজ করার সময় দেয়ালচাপায় সোহেল সরদার (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রূপনগর এলাকায় এ ঘটনা ঘটে। পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহাম্মেদ বিষয়টি নিশ্চিত করেন।

নিহত সোহেল পৌরসভার শান্তিনগর এলাকার মোখলেস সরদারের ছেলে। তার তিন বছরের একটি ছেলে রয়েছে।

স্থানীয়রা জানান, সোমবার সকালে রূপনগর এলাকার চাঁনমিয়া তস্তারের একটি ব্যবসা প্রতিষ্ঠানের দেয়াল মেরামতের কাজ করছিলেন নির্মাণশ্রমিক সোহেল সরদার। এ সময় দেয়ালটি ভেঙে গেলে সেটির নিচে চাপা পড়েন সোহেল। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা আব্দুল কাইয়ুম বলেন, রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। মাথা ফেটে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে।

পালং মডেল থানার ওসি মেজবাহ উদ্দিন আহাম্মেদ বলেন, সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক