হোম > সারা দেশ > ঢাকা

রোজিনা ইসলামের মামলা-বিব্রত পুলিশ, মুখে কুলুপ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: সাংবাদিক রোজিনা ইসলামের মামলার তদন্ত অগ্রগতি নিয়ে মুখে কুলুপ এটেছে পুলিশ কর্মকর্তারা। স্পর্শকাতর মামলা বিবেচনায় কথা বলতে বিব্রত হচ্ছেন। তবে সিসিটিভির ফুটেজ ও রোজিনা ইসলামের কাছ থেকে জব্দ করা দুইটি মোবাইল ফোনকে ঘিরে তদন্ত আগাচ্ছে বলে একাধিক কর্মকর্তা জানিয়েছেন।

পেশাগত দায়িত্ব পালনের সময় সোমবার সচিবালয়ে রোজিনা ইসলামকে হেনস্তা পর নথি চুরি ও অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের মামলায় গ্রেপ্তার করা হয়। কাশিমপুর কারাগারে বন্দী রোজিনা ইসলামের জামিন আদেশ আগামীকাল রোববার।

মামলার তদন্তের অগ্রগতি ও কী ধরনের আলামত সংগ্রহ করা হয়েছে জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের উপকমিশনার এইচ এম আজিমুল হক আজকের পত্রিকাকে বলেন, এটা একটা স্পর্শকাতর মামলা। মামলার সম্পর্কে আমরা কিছু বলবো না। আপনারা জানতে চাইলে আমরা বিব্রত হই। কত দিনে তদন্ত শেষ হবে এটাও বলা সম্ভব না। শুধু বলবো, আমরা সঠিক ভাবে মামলার তদন্ত করে দ্রুততম সময়ে আদালতে জমা দেবো।

ডিবি রমনা বিভাগের দুজন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ঘটনার দিনের পুরো সময়ের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। যাতে সেই দিনের চিত্রটা আমরা বুঝতে পারি। রোজিনা ইসলামকে নাজেহাল করা হলে সেটাও উঠে আসবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়া ভিডিও সংগ্রহ করছি।

রোজিনা ইসলামের কাছ থেকে জব্দ হওয়া দুইটি মোবাইল ফোন ফরেনসিক ল্যাবে পাঠানো হবে জানিয়ে তাঁরা বলেন, তিনি স্পর্শকাতর নথির ছবি তুলেছেন বলে অভিযোগ করা হয়েছে। মোবাইল দিয়ে তিনি কী ধরনের ছবি তুলেছেন তা বের করতে মোবাইল ফরেনসিক ল্যাবে পাঠানো হবে। ছবি তুলে যদি ডিলেটও করে থাকেন তাহলেও সেটা বোঝা যাবে। মামলার সব নথিপত্র ও জব্দ হওয়া কাগজপত্র যাচাই-বাছাই শুরু করেছে ডিবি। তবে আমরা মূলত মামলার ফরেনসিক তদন্তের দিকে গুরুত্ব দিচ্ছি।

মিরপুরে খাঁচা থেকে বেরিয়ে এল সিংহী, আর চিড়িয়াখানা থেকে দর্শনার্থীরা

গুলশানে ৫৪০ বোতল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ১

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি