হোম > সারা দেশ > ঢাকা

বিভিন্ন হাসপাতালে রোগীর স্বজন সেজে চুরি করতেন জাহিদ: পুলিশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মিরপুরে চুরির অভিযোগে জাহিদুল ইসলাম (৩১) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার ভোরে মিরপুর মডেল থানার বিআইএইচএস হাসপাতাল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার জাহিদ একজন ছিঁচকে//// চোর। গ্রেপ্তার জাহিদ বিভিন্ন হাসপাতালে রোগীর স্বজন সেজে ঘোরেন, এরপর মোবাইল ফোন, নগদ টাকা চুরি করে পালিয়ে যান। 

বিস্তারিত জানতে চাইলে ওসি মোহাম্মদ মহসীন বলেন, সবাই সাধারণত নিজে অসুস্থ হলে কিংবা কোনো স্বজন অসুস্থ হলে হাসপাতালে যায়। কিন্তু জাহিদ হাসপাতালে যান চুরি করতে! তিনি দেশের বিভিন্ন জেলার হাসপাতালে হাসপাতালে ঘোরেন। সেখানে তিনি যেকোনো একজন রোগীর স্বজন বলে পরিচয় দেন। 

এরপর রাতে সেখানেই অবস্থান করেন। সবাই যখন ঘুমিয়ে পড়ে তখনই জাহিদ রোগী এবং রোগীদের স্বজনদের মোবাইল ফোন, মানিব্যাগ, ভ্যানিটি ব্যাগ এবং অন্যান্য জিনিসপত্র চুরি করে পালিয়ে যান। সাত বছর ধরেই তিনি এভাবে সিলেট, গাইবান্ধা, টাঙ্গাইল, কুমিল্লা, সিরাজগঞ্জ, পাবনা, নড়াইল, যশোরের বিভিন্ন হাসপাতালে চুরি করে আসছিলেন। 

গতকাল শনিবার (৯ সেপ্টেম্বর) রাতেও তিনি মিরপুরের বিআইএইচএস হাসপাতালে যান এবং রোগীর স্বজন পরিচয় দিয়ে বসে থাকেন। ভোর সাড়ে ৪টার দিকে সবাই ঘুমিয়ে পরলে তিনি পঞ্চম তলার ৫০৭ নম্বর ক্যাবিনে ঢুকে মোবাইল ফোন চুরির চেষ্টা করেন। কিন্তু এ সময় রোগীর ঘুম ভেঙে গেলে তিনি হাতেনাতে ধরে ফেলেন। পরে খবর পেয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে