হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর চকবাজারে রাসায়নিক গুদামে আগুন, আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর চকবাজারে একটি রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোররাত সাড়ে ৩টার দিকে চকবাজারের ইসলামবাগ এলাকায় অবস্থিত ওই রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস। 

ফায়ার সার্ভিসের ঢাকা কন্ট্রোলরুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোররাত সাড়ে ৩টা দিকে তাঁরা আগুন লাগার খবর পান। পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রচেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

রাশেদ বিন খালেদ আজকের পত্রিকাকে জানান, শুরুর দিকে ৯টি ইউনিট কাজ শুরু করলেও আড়াই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন না নেভায় এখনো সেখানে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে বলে জানান তিনি। 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান সিকদার চকবাজারের অগ্নিকাণ্ডের বিষয়ে গণমাধ্যমকে বলেছেন, ‘গোডাউনে কী ধরনের কেমিক্যাল ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে মালিকপক্ষ ও স্থানীয়রা জানিয়েছেন, সেখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল আছে। এর জন্য আগুন নিয়ন্ত্রণে সময় লাগছে।’ 

তবে এই অগ্নিকাণ্ডে হতাহতের বিষয়ে প্রাথমিকভাবে কোনো তথ্য দিতে পারেননি ফায়ার সার্ভিসের এ দুই কর্মকর্তা। এমনকি এই অগ্নিকাণ্ডের ফলে আর্থিক ক্ষয়ক্ষতি কেমন হতে পারে তা জানা যায়নি এখনো।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে