হোম > সারা দেশ > ঢাকা

অবরোধের শেষ মুহূর্তে খিলক্ষেতে বাসে আগুন

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানী খিলক্ষেতে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিএনপির দুই দিনের অবরোধের শেষ মুহূর্তে আজ সোমবার রাত সাড়ে ৮টার দিকে খিলক্ষেতের ফ্লাইওভারের নিচে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে পুড়ে যাওয়া বাসটি আকাশ পরিবহনের বলে জানা গেছে।

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও ডিফেন্সের অপারেটর রাসেল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘খিলক্ষেতে রাত ৮টা ৩৫ মিনিটে একটি বাসে অগ্নিকাণ্ডের খবর পাই। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে।’

প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘আকাশ পরিবহনের একটি বাসে হঠাৎ করেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কে বা কারা এটি ঘটিয়েছি, তা জানা যায়নি। অগ্নিকাণ্ডের পর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে।’

এ বিষয়ে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক আজকের পত্রিকাকে বলেন, ‘বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। হঠাৎ করেই দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেন। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় এক দুর্বৃত্তকে আটক করা হয়েছে। তাঁকে আমরা থানায় নিয়ে যাচ্ছি। জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত বলা যাবে।’

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল