হোম > সারা দেশ > ঢাকা

অবরোধের শেষ মুহূর্তে খিলক্ষেতে বাসে আগুন

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানী খিলক্ষেতে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিএনপির দুই দিনের অবরোধের শেষ মুহূর্তে আজ সোমবার রাত সাড়ে ৮টার দিকে খিলক্ষেতের ফ্লাইওভারের নিচে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে পুড়ে যাওয়া বাসটি আকাশ পরিবহনের বলে জানা গেছে।

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও ডিফেন্সের অপারেটর রাসেল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘খিলক্ষেতে রাত ৮টা ৩৫ মিনিটে একটি বাসে অগ্নিকাণ্ডের খবর পাই। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে।’

প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘আকাশ পরিবহনের একটি বাসে হঠাৎ করেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কে বা কারা এটি ঘটিয়েছি, তা জানা যায়নি। অগ্নিকাণ্ডের পর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে।’

এ বিষয়ে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক আজকের পত্রিকাকে বলেন, ‘বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। হঠাৎ করেই দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেন। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় এক দুর্বৃত্তকে আটক করা হয়েছে। তাঁকে আমরা থানায় নিয়ে যাচ্ছি। জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত বলা যাবে।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু