ঢাকা: গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন ৮৩ জন। এ সময়ে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৯৭ জন।
শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৪২ হাজার ৪০০ জন, আর মৃত্যু ১০ হাজার ৯৫২ জন।
একদিনে সুস্থ হয়েছেন ৫ হাজার ৪৭৭ জন। মোট সুস্থের সংখ্যা ৬ লাখ ৫৩ হাজার ১৫১ জন। নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৫৭১ জন। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫৩ লাখ ২৩ হাজার ৫৭৯ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম আক্রান্ত শনাক্তের পর দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে নভেল করোনাভাইরাস। মৃত্যুপুরীতে পরিণত হয় বিশ্বের অধিকাংশ এলাকা। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্তের খবর জানানো হয় গত ৮ মার্চ। স্বাস্থ্য অধিদপ্তর প্রথম মৃত্যুর খবর জানায় ১৮ মার্চ।
শুরুর দিকে রোগী শনাক্তের হার কম ছিল। তবে মে মাসের মাঝামাঝি থেকে হার বাড়তে শুরু করে। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত রোগী শনাক্তের হার ২০ শতাংশের ওপরে ছিল।