হোম > সারা দেশ > ঢাকা

হাইকোর্টের দেওয়া আদেশ আপিল বিভাগে বহাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের ছেলে মুশফেক আলমের শিশুকন্যার জিম্মা নিয়ে পারিবারিক আদালতে থাকা মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আজ সোমবার এই আদেশ দেন। সেই সঙ্গে শিশুকন্যাকে মায়ের কাছে সপ্তাহে তিন দিন এবং বাবার কাছে চার দিন রাখার আদেশও বহাল রেখেছেন আদালত। 

আদালতে মায়ের পক্ষে ছিলেন আইনজীবী আহসানুল করিম ও এম. আব্দুল কাইয়ুম। বাবার পক্ষে ছিলেন আইনজীবী মেহেদী হাছান চৌধুরী। 

শুনানিতে মেহেদী হাছান বলেন, মা ২০ মাসের শিশুকে বাবাসহ মালয়েশিয়া থেকে দেশে পাঠিয়ে দেন। আবার দেশে এসে পারিবারিক আদালতে মামলা করেন। এ সময় আদালত বলেন, ‘এভাবে বলবেন না। মা, মা’ই।’ 

এর আগে গত বছরের ১৪ ডিসেম্বর হাইকোর্ট পারিবারিক আদালতে থাকা মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন। সেই সঙ্গে মায়ের কাছে তিন দিন রাখার আদেশ দেন। এ ছাড়া শিশুটিকে আদালতের অনুমতি ছাড়া বিদেশ নিতে পারবে না বলে আদেশে উল্লেখ করা হয়। এরপর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করেন শিশুটির মা। 

শিশুটির মা রাজধানীর গুলশানের বাসিন্দা ইকবাল কামাল ও নাজমা সুলতানার মেয়ে তাসনুভা ইকবাল একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষক। ২০১৫ সালের ২০ অক্টোবর তিনি ড. শামসুল আলমের ছেলে মুশফেক আলম সৈকতকে বিয়ে করেন। ২০১৬ সালের ১৮ ডিসেম্বর তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন। পরে তাঁদের মধ্যে বিভিন্ন বিষয়ে বনিবনা হচ্ছিল না। এর মধ্যে তাসনুভা আদালতেরও দ্বারস্থ হন। 

গত বছরের ৩ জানুয়ারি সৈকত তাসনুভাকে ডিভোর্স নোটিশ দেন। এ অবস্থায় বাবার কাছে থাকা মেয়েকে দেখতে চেয়ে নিম্ন আদালতে মামলা করেন তাসনুভা। আদালত ভার্চুয়ালি দেখার কথা বলেছিলেন। কিন্তু মা তাসনুভা শিশুকে নিজের জিম্মায় নিতে চান। পরে গত বছরের ২০ অক্টোবর কন্যাসন্তানকে নিজের জিম্মায় নিতে হাইকোর্টে আবেদন করেন তাসনুভা। 

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি