নিজস্ব প্রতিবেদক
১৪টি মেডিকেল কলেজ হাসপাতালে বিদ্যমান বার্ন ইউনিটগুলোকে শক্তিশালী ও বিশেষায়িত চিকিৎসা সেবা সম্প্রসারণের জন্য সমন্বয়ক (বার্ন ইউনিটসমূহ) হিসেবে ডা. সামন্ত লাল সেনের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বাড়িয়েছে সরকার।
মঙ্গলবার (৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়।
আগের চুক্তির ধারাবাহিকতা ও অনুরূপ শর্তে ৫ এপ্রিল অথবা যোগদানের তারিখ থেকে ডা. সামন্তের নিয়োগের মেয়াদ তিন বছরের জন্য বাড়িয়ে এ আদেশ জারি করা হয়েছে।
২০১৫ সালের ৩ এপ্রিল থেকে ডা. সামন্ত বার্ন ইউনিটগুলোর সমন্বয়ক হিসেবে চুক্তিতে নিয়োজিত আছেন।