দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। বাড়ছে ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার সংখ্যা। ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য অক্সিজেনের চাহিদাও ব্যাপক বেড়েছে।
পুরান ঢাকার মিটফোর্ড এলাকার অক্সিজেন সিলিন্ডার বিক্রেতারা জানান, আগে সপ্তাহে এক পিকআপ অক্সিজেন সিলিন্ডার আনা হতো। কিন্তু এসবের বেশির ভাগই অবিক্রিত থেকে যেতো। কিন্তু বর্তমানে প্রতিদিনই এক পিকআপ বা ৩০টি অক্সিজেন সিলিন্ডার আনা হচ্ছে। তা মুহুর্তের মধ্যেই বিক্রি হয়ে যাচ্ছে।
আজ শনিবার বিকেলে পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় দেখা গেছে খালি অক্সিজেন সিলিন্ডারগুলোর পিকআপভ্যানে তুলে সেগুলো তেজগাঁওয়ে নিয়ে যাওয়া হচ্ছে পুনরায় যাচ্ছে।
গত ২৪ ঘন্টায় নতুন করে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনাক্ত হয়েছেন ৫ হাজার ৬৮৩ জন। এসময়ে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন আরও ৫৮ জন। এনিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৩০ হাজার ২৭৭ জন। মারা গেছেন মোট নয় হাজার ২১৩ জন।