কক্সবাজারে শিশুসন্তান ও স্বামীকে আটকে রেখে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল্লাহ আল হারুন ভূঁইয়া এই রিট করেন।
স্বরাষ্ট্রসচিব, আইজিপি, বেসামরিক বিমান ও পর্যটনসচিব, কক্সবাজারের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।
ওই ঘটনায় কক্সবাজার জেলা জজ বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তদন্ত করার এবং জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, এই মর্মে রুল জারির আরজি জানানো হয়েছে আবেদনে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানান রিটকারী আইনজীবী।
রিটকারী আইনজীবী বলেন, ধর্ষণের ঘটনায় বিভিন্ন সংস্থার বক্তব্য অনেকটা সাংঘর্ষিক। সে জন্য বিচার বিভাগীয় তদন্ত চাওয়া হয়েছে।
কক্সবাজারে শিশুসন্তান ও স্বামীকে আটকে রেখে গত ২২ ডিসেম্বর ওই নারীকে দুই দফা ধর্ষণ করা হয়। পরে ২৩ ডিসেম্বর চারজনের নাম উল্লেখসহ আরও কয়েকজন অজ্ঞাত আসামি করে মামলা করেন ভুক্তভোগীর স্বামী। এ মামলায় এখন পর্যন্ত প্রধান আসামি আশিকুর রহমানসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।