হোম > সারা দেশ > ঢাকা

ঢামেকে কেন্দ্রীয় কারাগারের হাজতির মৃত্যু

ঢামেক প্রতিনিধি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের মেহেদী আজাদ নয়ন (৩০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা পৌনে ২টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর পৌনে ২টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী তারিকুল তাকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে যান। এরপর চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। 

মৃত্যুর খবর পেয়ে মেহেদী আজাদের মা নাজমা আজাদ ঢামেক হাসপাতালে আসেন। তিনি জানান, তাদের বাড়ি খুলনার রূপসা উপজেলার শেলের বাজার এলাকায়। নয়নের বাবার নাম মৃত আবুল কালাম আজাদ। তাদের একমাত্র ছেলে সে। গুলশান থানায় মানি লন্ডারিং মামলায় গত বছর জানুয়ারি মাসে পুলিশ তাকে গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে। এরপর থেকে কেরানীগঞ্জের কারাগারে বন্দী ছিল নয়ন। কারাগারে যাওয়ার পর থেকেই সে অসুস্থ হয়ে পড়ে। আজ দুপুরে পুলিশের মাধ্যমে জানতে পারেন হাসপাতালে নয়ন মারা গেছে।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল