হোম > সারা দেশ > মাদারীপুর

বিএনপির অবস্থা ফানুসের মতো, লিক করলে ফসকে যাবে: শাজাহান খান

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, ‘বিএনপি মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তমূলক কথা বলে। গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করতে চেয়েছেন। কিন্তু মানুষ বিভ্রান্ত হয়নি। বিএনপির অবস্থা এখন ফানুসের মতো; লিক করলে তারা ফসকে যাবে। কারণ মানুষ চায় উন্নয়ন। শেখ হাসিনা একমাত্র রাষ্ট্র নায়ক। একমাত্র সরকার প্রধান, যিনি জনগণের পাঁচটি মৌলিক চাহিদা পূরণেরও চেষ্টা করছেন।’

আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মাদারীপুর উৎসব উপলক্ষে শোভাযাত্রা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। জেলা প্রশাসন ও আওয়ামী লীগের মাদারীপুর সদর উপজেলা শাখা এ উৎসবের আয়োজন করে।

শাজাহান খান আরও বলেন, ‘ভবিষ্যতেও এই সরকার রাষ্ট্র পরিচালনা করবে আর এই সরকার নির্বাচন কমিশনের মাধ্যমেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা বিএনপিকে আহ্বান করব নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে আসতে। আপনাদের গণতান্ত্রিক অধিকার নির্বাচন করা। সেই নির্বাচনে অংশ নিন।’

শোভাযাত্রায় আরও ছিলেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, উপজেলা নির্বাহী অফিসার মো. মাইনুদ্দিন প্রমুখ।

এ ছাড়া পৃথকভাবে একই সময় মাদারীপুর জেলার পাঁচ উপজেলায় এই উৎসব উপলক্ষে শোভাযাত্রা হয়। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার