হোম > সারা দেশ > ঢাকা

লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল রাউন্ডে দুই ক্যাটাগরিতে তিনজন করে মোট ছয়জন প্রধানমন্ত্রীর কাছ থেকে একুশের অনুষ্ঠানমালায় পুরস্কার গ্রহণ করবে।

আজ মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রাঙ্গণে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।

মাতৃভাষা চর্চা, প্রচার ও প্রসার ঘটানোর উদ্দেশ্যে দেশে প্রথমবারের মতো লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড আয়োজন করেছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। দেশে এটাই প্রথম ভাষাভিত্তিক অলিম্পিয়াড। এর উদ্বোধনী আয়োজনে অংশ নিয়েছে প্রায় ৩০০ শিক্ষার্থী।

অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. হাকিম আরিফ বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে বাংলাসহ অন্যান্য মাতৃভাষা চর্চার প্রতি নতুন প্রজন্মকে আকৃষ্ট করা হচ্ছে। বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশের বিপন্ন ভাষা পুনরুদ্ধার, বিকাশ ও নথি বন্ধ করতে কাজ করছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট।

শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) আবদুন নূর মুহম্মদ আল ফিরোজ বলেন, আশা করি, এ আয়োজনের মধ্য দিয়ে মাতৃভাষার প্রতি সচেতনতা সবার মাঝে সঞ্চারিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সিকদার মনোয়ার মুর্শেদ বলেন, ‘আমাদের মাতৃভাষা যেমন শুদ্ধভাবে শিখব তেমনি পৃথিবীর সকল মাতৃভাষা শুদ্ধভাবে শিখব। এটি আমরা পরীক্ষা হিসেবে নয়, পরীক্ষা পরীক্ষা খেলা হিসেবে নেব।’

লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডের সদস্য এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উপপরিচালক (প্রকাশনা, প্রচার, তথ্য ও জনসংযোগ) মো. আবদুল কাদের জানান, লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডে ৫টি অঞ্চলের ৬টি ভেন্যুর বিজয়ীদের মধ্যে ১৫২ জন চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয়।

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার