হোম > সারা দেশ > ঢাকা

বিপিজেএয়ের নতুন সভাপতি হারুন, সম্পাদক লিথো

আজকের পত্রিকা ডেস্ক­

সভাপতি হারুন জামিল ও সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথো (বাঁ থেকে)। ছবি: সংগৃহীত

বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা মেইলের হারুন জামিল এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ পোস্টের শওকত আলী খান লিথো।

আজ শনিবার (১১ জানুয়ারি) বাংলাদেশ সংসদ ভবনের এলডি হলে সংগঠনের সাধারণ সভার পর ভোট অনুষ্ঠিত হয়। যাতে শুধু সভাপতি ও কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক, সহসভাপতি, যুগ্ম সম্পাদক, অর্থ সম্পাদক ও দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।

সহসভাপতি পদে ডিবিসি নিউজের ফয়েজ উল্লাহ ভূঁইয়া, যুগ্ম সম্পাদক পদে প্রতিদিনের বাংলাদেশের মিজানুর রহমান, অর্থ সম্পাদক দৈনিক আমাদের সময়ের মো. শাহজাহান মোল্লা এবং দৈনিক আজকের পত্রিকার নাজমুল ইসলাম (তানিম আহমেদ) দপ্তর সম্পাদক নির্বাচিত হন।

পাঁচটি কার্যনির্বাহী সদস্য পদে মশিউর রহমান (বাংলাবাজার), মনিরুল ইসলাম (আমাদের নতুন সময়), রফিকুল ইসলাম সবুজ (সময়ের আলো), জাহাঙ্গীর কিরণ (মানবকণ্ঠ) ও হাবিবুর রহমান পঞ্চায়েত (ইনকিলাব) নির্বাচন হন।

সভাপতি হারুন আল রশীদ এতে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক নাফিসা দৌলার সঞ্চালনায় বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-২) মো. এমাদুল হক। উপপরিচালক নীলুফার ইয়াসমিন নির্বাচন কমিশনার এবং সহকারী পরিচালক মো. শোয়াইব নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। সহকারী পরিচালক কুদরত উল হক নির্বাচন কমিশন সচিবের দায়িত্ব পালন করেন।

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার