হোম > সারা দেশ > ঢাকা

৫ কোটি টাকার স্বর্ণসহ বিমান ক্যাটারিংয়ের কর্মচারী গ্রেপ্তার

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রায় ৫ কোটি টাকা মূল্যমানের স্বর্ণসহ জাহাঙ্গীর আলম নামের বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের (বিএফসিসি) এক কর্মচারীকে আটক করা হয়েছে। 

ফ্লাইট ক্যাটারিং সেন্টারের (বিএফসিসি) ভেতর থেকে সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরের দিকে তাঁকে স্বর্ণের বারসহ আটক করা হয়। 

রাতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, ঢাকা কাস্টম হাউস ও বিমানবন্দর থানা-পুলিশের একাধিক সূত্র আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

এসব সূত্র জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে বিএফসিসির ভেতরের দুপুরের দিকে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম ও বিমান সিকিউরিটির যৌথ অভিযান চালায়। এ সময় জাহাঙ্গীরের হেফাজত থেকে কালো স্কচটেপে মোড়ানো কয়েকটি প্যাকেট পাওয়া যায়। কাস্টমস হলের ইনভেনটরি টেবিলে প্যাকেট খুলে ৪০টি স্বর্ণের বার পাওয়া যায়। 

জানা যায়, এসব স্বর্ণের বারের ওজন ৪ কেজি ৬৪ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৫ কোটি টাকা। 

ঢাকা কাস্টমস হাউসের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, জিজ্ঞাসাবাদে এসব স্বর্ণের কোনো বৈধতা দেখাতে পারেননি তিনি। স্বর্ণ চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত থাকার স্বীকার করেছেন। 

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় স্বর্ণ চোরাচালানের অভিযোগে মামলা করা হয়েছে বলেও জানান কাস্টমসের এই কর্মকর্তা।

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

সাভারে থেমে থাকা বাসে আগুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, মিরপুরে দোকানি আহত

টঙ্গীতে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই, আহত ২

দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় ময়লার গাড়ির চালক কারাগারে

র‍্যাবের পোশাকে ডাকাতির নাটক করে লাখ টাকা লুট, গ্রেপ্তার ৬

কেরানীগঞ্জে সাড়ে ১১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে

কেন্দ্রীয় কারাগারে বন্দীর ঢামেকে মৃত্যু