হোম > সারা দেশ > ঢাকা

৫ কোটি টাকার স্বর্ণসহ বিমান ক্যাটারিংয়ের কর্মচারী গ্রেপ্তার

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রায় ৫ কোটি টাকা মূল্যমানের স্বর্ণসহ জাহাঙ্গীর আলম নামের বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের (বিএফসিসি) এক কর্মচারীকে আটক করা হয়েছে। 

ফ্লাইট ক্যাটারিং সেন্টারের (বিএফসিসি) ভেতর থেকে সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরের দিকে তাঁকে স্বর্ণের বারসহ আটক করা হয়। 

রাতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, ঢাকা কাস্টম হাউস ও বিমানবন্দর থানা-পুলিশের একাধিক সূত্র আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

এসব সূত্র জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে বিএফসিসির ভেতরের দুপুরের দিকে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম ও বিমান সিকিউরিটির যৌথ অভিযান চালায়। এ সময় জাহাঙ্গীরের হেফাজত থেকে কালো স্কচটেপে মোড়ানো কয়েকটি প্যাকেট পাওয়া যায়। কাস্টমস হলের ইনভেনটরি টেবিলে প্যাকেট খুলে ৪০টি স্বর্ণের বার পাওয়া যায়। 

জানা যায়, এসব স্বর্ণের বারের ওজন ৪ কেজি ৬৪ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৫ কোটি টাকা। 

ঢাকা কাস্টমস হাউসের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, জিজ্ঞাসাবাদে এসব স্বর্ণের কোনো বৈধতা দেখাতে পারেননি তিনি। স্বর্ণ চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত থাকার স্বীকার করেছেন। 

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় স্বর্ণ চোরাচালানের অভিযোগে মামলা করা হয়েছে বলেও জানান কাস্টমসের এই কর্মকর্তা।

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

‘যেকোনো মুহূর্তে’ যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে

ঘন কুয়াশায় সাড়ে ১৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারতকে ঘিরে শাহবাগ এলাকায় কড়া নিরাপত্তা

হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, শাহবাগ মোড় থেকে সরে গেল ইনকিলাব মঞ্চ

রাত পেরিয়ে সকাল, শাহবাগ ছাড়েননি হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভকারীরা