হোম > সারা দেশ > ঢাকা

পল্লবীতে গুলির ঘটনায় আরও পাঁচজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গ্রেপ্তার মো. আব্বাস (২৯), মো. ইয়ামিন (২৭), মো. সোহেল (২৩), মো. মাজহারুল (৩০) ও মো. চাঁদ মিয়া (২২)। ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে চাঁদা না পেয়ে আবাসন প্রতিষ্ঠানে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রোববার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে র‍্যাব-৪।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আব্বাস (২৯), মো. ইয়ামিন (২৭), মো. সোহেল (২৩), মো. মাজহারুল (৩০) ও মো. চাঁদ মিয়া (২২)।

র‍্যাব জানায়, ১১ জুলাই রাজধানীর পল্লবীর আলব্দির টেক এলাকায় ‘এ কে বিল্ডার্স’ নামের একটি আবাসন নির্মাণপ্রতিষ্ঠানে একদল অস্ত্রধারী সন্ত্রাসী পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে। দাবি করা টাকা না দিলে তারা প্রতিষ্ঠানে হামলা চালায় এবং চার রাউন্ড গুলি ছোড়ে। এতে প্রতিষ্ঠানটির কর্মকর্তা শরিফুল ইসলাম গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় র‍্যাব ছায়া তদন্ত করে পাঁচজনকে গ্রেপ্তার করে।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সোহেল, আব্বাস ও চাঁদ মিয়ার বিরুদ্ধে হত্যা, মাদক, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জামিলের নির্দেশে হামলায় অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। বর্তমানে তাঁরা কারাগারে রয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

দ্বিতীয় দিনের মতো রাজধানীতে সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি

এনআইডি জালিয়াতি করে কোটি টাকা আয়ের অভিযোগে ইসির কর্মচারী গ্রেপ্তার

বিটিসিএলের তিন কর্মকর্তাসহ ৫ জনের নামে মামলা, তদন্তে সিআইডি

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’