হোম > সারা দেশ > ঢাকা

মাওয়া এক্সপ্রেসওয়েতে ব্যারিকেড দিয়ে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ৫

মুন্সিগঞ্জ প্রতিনিধি  

মাওয়া এক্সপ্রেসওয়েতে ব্যারিকেড দিয়ে ডাকাতির চেষ্টার ঘটনায় ৫ ডাকাত গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ব্যারিকেড দিয়ে ধারালো অস্ত্র হাতে প্রাইভেট গাড়িতে ডাকাতির চেষ্টার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার থেকে আজ বুধবার বেলা ২টা পর্যন্ত ঢাকা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতদের কাছ থেকে তিনটি ধারালো ছেনদা জব্দ করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. কামাল ওরফে সিএনজি কামাল (৪০), মো. ইসমাইল সরদার (৩৮), মো. রমজান বেপারী (২৭), মো. রাসেল মোল্লা (২৪) ও মো. লিমন মাতব্বর (২০)। গ্রেপ্তারদের বাড়ি পটুয়াখালী, মাদারীপুর ও ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে।

আজ বিকেলে মুন্সিগঞ্জের পুলিশ সুপার শামসুল আলম সরকার নিজ কার্যালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন গ্রামের মো. রবিউল আলম অসুস্থ প্রতিবেশীকে নিয়ে নিজের ব্যক্তিগত গাড়িযোগে ঢাকার উদ্দেশে রওনা হন। ওই রাত আড়াইটার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকার এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে পৌঁছালে ব্যারিকেড সৃষ্টি করে ৬ জনের ডাকাত দল।

এ সময় ধারালো ছেনদা হাতে গাড়ির গতি রোধ করে ডাকাতির চেষ্টা করে। কিন্তু চালক বুদ্ধি খাটিয়ে দ্রুতবেগে পিছুটান দেয় গাড়ি। এতে চালকের দক্ষতায় সেখান থেকে চলে আসতে সক্ষম হলে ডাকাতদের হাত থেকে রক্ষা পান গাড়িতে থাকা লোকজন।

শামসুল আলম সরকার বলেন, ওই গাড়ির সামনে ক্যামেরা সংযুক্ত থাকায় ডাকাত দলের হানা দেওয়ার পুরো ঘটনার ভিডিও রেকর্ড হয়। আর ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ঘটনাটি অবগত হয়ে তাৎক্ষণিকভাবে জেলা পুলিশের সিনিয়র অফিসারদের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার চৌকস টিম ভিডিও ফুটেজ পর্যালোচনাপূর্বক আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট