হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ধলেশ্বরী নদীতে গোসলে নেমে বাবা-মেয়ে নিখোঁজ

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সিঙ্গাইরে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে বাবা ও মেয়ে নিখোঁজ হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। 

নিখোঁজেরা হলেন বায়রা ইউনিয়নের চর নয়াবাড়ী গ্রামের বাসিন্দা মহিদুর রহমান (৪৫) ও তাঁর মেয়ে রাফা আক্তার (১২)। সিঙ্গাইর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধাকাজ চালাচ্ছে। 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে মহিদুর রহমান তাঁর মেয়ে রাফা আক্তারকে নিয়ে ধলেশ্বরী নদীতে গোসল করতে যান। এদিন মহিদুর রহমান মেয়েকে সাঁতার শেখানোর সময় হঠাৎ দুজনেই স্রোতে ভেসে নিখোঁজ হন। পরে স্থানীয়রা থানার পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। সিঙ্গাইর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তাঁদের উদ্ধারে কাজ করছে। 

সিঙ্গাইর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইস্তিয়াক আহম্মেদ বলেন, পাঁচ সদস্যের একটি ডুবুরি দল সকাল সাড়ে ৮টা থেকে উদ্ধারকাজ চালাচ্ছে। নদীতে পানি কম থাকলেও প্রচুর স্রোত। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো নিখোঁজ বাবা-মেয়েকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক