হোম > সারা দেশ > ঢাকা

ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে মধ্যরাত থেকে বাসার সামনে অবস্থান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সোমবার সকাল থেকে বাসার সামনে অবস্থান নিয়েছে একদল লোক। ছবি: আজকের পত্রিকা

‎বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করছেন একদল মানুষ। রাজধানীর সেগুনবাগিচায় তাঁর বাসার সামনে অবস্থান নিয়েছেন তাঁরা। গতকাল ‎রোববার দিবাগত মধ্যরাত থেকে সেগুনবাগিচায় কনকর্ড টাওয়ারের সামনের সড়কে বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে তাঁরা অবস্থান নেন।

এক টকশোতে জুলাই গণ-অভ্যুত্থান সম্পর্কে বিতর্কিত মন্তব্য করায় ফজলুর রহমানকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। পরে বিএনপি থেকে তাঁকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়। এরপরই রোববার মধ্যরাত থেকে রাজধানীর সেগুনবাগিচায় তাঁর বাসায় সামনে কয়েকজন লোক জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং গ্রেপ্তারের দাবি জানায়।

আজ ‎সোমবার বেলা ১২টার দিকে কনকর্ড টাওয়ারের সামনে গিয়ে দেখা যায়, ১৪-১৫ জন তরুণ-তরুণী রাস্তার মাঝখানে বসে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। ফজলুর রহমানের নানা বিতর্কিত মন্তব্য এবং জুলাই আন্দোলনকে খাটো করে বক্তব্য দেওয়ার জন্য তাঁকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তাঁরা।

‎বিক্ষোভকারীরা জানান, ফজলুর রহমান জুলাই আন্দোলনকারীদের নিয়ে অনবরত বিতর্কিত মন্তব্য করে যাচ্ছেন। গতকালও তাঁর বিতর্কিত মন্তব্যের পর রাত ৩টার দিকে সেগুনবাগিচায় তাঁর বাসার সামনে অবস্থান নেয় বিক্ষোভকারীরা।

‎বিক্ষোভে অংশ নেওয়া ইউসুফ আম্মার নামের একজন বলেন, ‘ফজলুর রহমান জুলাই আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলে কটাক্ষ করেছেন। তাঁরা (আন্দোলনে নেতৃত্বদানকারীরা) নাকি অভিনেতা। এই রাজাকারের বাচ্চা বলার কারণেই আমরা শেখ হাসিনাকে তাড়িয়েছি। আমরা এখনো অভিনয় করতে চাই। আমরা আজকে অভিনয় করব। ফজলুর রহমানকে গ্রেপ্তার করিয়েই ছাড়ব। আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান করব।’

‎তিনি বলেন, ‘২৪-কে খাটো করে কথা বলা হয়েছে। বিপ্লবের সঙ্গে বেইমানি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ব্যবস্থান না নেওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন করব।’

ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সোমবার সকাল থেকে বাসার সামনে অবস্থান নিয়েছে একদল লোক। ছবি: আজকের পত্রিকা

‎শিবলী হাওলাদার নামের আরেকজন বলেন, জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বিপ্লবী ছাত্র জনতা তাঁকে গ্রেপ্তারের দাবিতে রাস্তায় নেমেছে। যতক্ষণ না তাঁকে গ্রেপ্তার করা হবে আমরা আন্দোলন চালিয়ে যাব।

‎এসময় বাড়ির সামনে পুলিশ ও সেনাবাহিনী অবস্থান করতে দেখা যায়। দীর্ঘ সময় ধরে সড়কে অবস্থান করায় দুদক কার্যালয়ের সামনের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের অনুরোধে দুপুর পৌনে ১টার দিকে সড়কের মাঝখান থেকে সরে গিয়ে দুদকের গেটের পাশে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। এ সময় সেনাসদস্যরাও চলে যান। তবে কিছু সংখ্যক পুলিশ ও সেনা সদস্য এখনো সেখানে অবস্থান করছেন।

‎ঘটনাস্থলে ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘কিছু লোক ফজলুর রহমানের গ্রেপ্তারের দাবিতে সড়কে অবস্থান নেয়। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়। আমরা তাদের সঙ্গে কথা বলে সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়েছি। দুপুর পৌনে ১টার দিকে আমাদের অনুরোধে তারা সড়কের পাশে অবস্থান নিয়েছে। আমাদের পুলিশ সদস্যরাও রয়েছে যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।’ ‎

‎এদিকে কনকর্ড টাওয়ারটি ২০ তলা ভবন। ভবনটির পাঁচ তলা পর্যন্ত মসজিদ, গাড়ি পার্কিংসহ বিভিন্ন ধরনের ব্যবস্থা রয়েছে। আর ছয়তলা থেকে আবাসিক ফ্ল্যাট। ‎ভবনটির নিরাপত্তা কর্মী আব্দুল আলিম আজকের পত্রিকাকে বলেন, ‘ফজলুর রহমান সাহেব ভবনটির একটি ফ্ল্যাটে প্রায় ২০ বছর ধরে ভাড়া থাকেন। বাসার সামনে গতকাল মধ্যরাত থেকে কিছু লোক অবস্থান করে বিক্ষোভ করছে।’

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত