হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর বকশীবাজারে বাসচাপায় বুয়েটের গাড়িচালক নিহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর বকশীবাজারে শিক্ষা বোর্ডের পাশে যাত্রীবাহী বাসের চাপায় আনোয়ার হোসেন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পরিবহনের চালক ছিলেন। 

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

আনোয়ার হোসেনকে হাসপাতালে নেওয়া মো. এইচ এম আদনান বলেন, ‘আমি নিজে দুর্ঘটনাকবলিত বাসের (মৌমিতা পরিবহন) যাত্রী। বাসটি শিক্ষা বোর্ডের পাশের মোড় ঘুরতে গিয়ে ওই ব্যক্তিকে দেয়ালের সঙ্গে চাপা দেয়। এতে লোকটি গুরুতর আহত হন। তখন আমিসহ বাসের কয়েকজন যাত্রী মিলে তাঁকে হাসপাতালে নিয়ে আসলে তিনি মারা যান। পরে বাসটাকে আটকে রেখে ঘটনাস্থলে ধরে রেখেছে লোকজন।’ 

হাসপাতালে মৃত আনোয়ার হোসেনের ভাই আমির হোসেন জানান, তাঁদের বাড়ি বরিশাল সদর উপজেলার বাঘার হাওলা গ্রামে। বাবার নাম মীর মোহাম্মদ সাহেদ। বর্তমানে স্ত্রী-সন্তান নিয়ে লালবাগ গৌড়-ই শহীদ মাজার এলাকায় থাকতেন আনোয়ার। তিনি বুয়েটের গাড়িচালক ছিলেন। 

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, বাসের যাত্রীরা ওই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে, চিকিৎসক মৃত ঘোষণা করেন। যাত্রীরা জানান, বকশীবাজারে এলাকায় মৌমিতা নামে একটি বাস ওই ব্যক্তিকে চাপা দিয়েছিল। 

বাচ্চু মিয়া আরও বলেন, ‘বাস ও এর চালককে স্থানীয়রা ধরে রেখেছে। মরদেহ ময়নাতদন্তের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি চকবাজার থানায় জানানো হয়েছে।’

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার