উন্নয়ন সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রোটারি মিডিয়া অ্যাওয়ার্ড চালু করছে রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮১। প্রিন্ট ও অনলাইন মিডিয়াকে একটি ক্যাটাগরি এবং ব্রডকাস্ট মিডিয়াকে একটি ক্যাটাগরিতে ভাগ করে মোট দুইটি অ্যাওয়ার্ড দেওয়া হবে। জাতীয় প্রেসক্লাবে আজ শুক্রবার সংবাদ সম্মেলন করে এ অ্যাওয়ার্ডের বিষয়ে জানায় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রোটারির ঢাকা নর্থ ওয়েস্টের সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, ৩২৮১ জেলা গভর্নর মুতাসিম বিল্লাহ ফারুকী, সাবেক গভর্নর মাগফুর উদ্দিন আহমেদ প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮১ এর আওতাধীন বরিশাল, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুরের বাংলা ও ইংরেজি মাধ্যমে কাজ করা সাংবাদিকেরা এ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হবেন। পরিবেশ সংরক্ষণ, স্থানীয় অর্থনীতি, শিক্ষা, শিশু ও মাতৃত্ব, নিরাপদ পানি ও স্যানিটেশন এবং সংক্রমণ খাতের উন্নয়ন সাংবাদিকতার জন্য এ অ্যাওয়ার্ডের আবেদন করা যাবে। প্রতিটি অ্যাওয়ার্ডের সঙ্গে এক লাখ টাকা, ক্রেস্ট এবং সনদপত্র দেওয়া হবে।