হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর হাতিরপুলে মরদেহ উদ্ধার, পুলিশ বলছে সড়ক দুর্ঘটনা

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর হাতিরপুল থেকে শাহীনুর রহমান আশু (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ মে) ভোর ৫টার দিকে হাতিরপুলের ফ্রি স্কুল স্ট্রিটের পুকুরপাড় পাকা রাস্তার ওপর থেকে মরদেহটি উদ্ধার করে কলাবাগান থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মো. এমরুল কবির।

তিনি বলেন, গত রাত ১২টা থেকে ভোর ৫টার মধ্যে যেকোনো সময় কোনো যানবাহনের চাপায় ঘটনাস্থলে ওই ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে ভোরে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

এসআই আরও বলেন, প্রথমে মৃত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি। পরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তাঁর পরিচয় জানা যায়।

এসআই এমরুল বলেন, মৃত ব্যক্তির নাম শাহীনুর রহমান আশু (৪২)। তাঁর বাবার নাম আবেদ আলী। গ্রামের বাড়ি ময়মনসিংহের কোতয়ালী থানার কাউনিয়া গ্রামে। স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, ওই হাতিরপুল পুকুরপাড় এলাকায় ঘুরে বেড়াত। যে যা দিত, তাই খেতো। তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে।

হাতিরপুল এলাকার আব্দুল আজিজ নামে এক মুদি ব্যবসায়ী বলেন, ওই ব্যক্তিকে গতকাল বুধবার সকাল থেকে রাস্তায় দেখা যাচ্ছিল। তাঁর পরনের ময়লা পোশাক দেখে তাঁকে ভবঘুরে মনে হচ্ছিল। অসুস্থ ছিলেন তিনি। এলাকার লোকজনই তাঁকে খাবার খাওয়াচ্ছিল। আজ সকালে জানতে পারি, সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ওই ব্যক্তি।

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড