হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর হাতিরপুলে মরদেহ উদ্ধার, পুলিশ বলছে সড়ক দুর্ঘটনা

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর হাতিরপুল থেকে শাহীনুর রহমান আশু (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ মে) ভোর ৫টার দিকে হাতিরপুলের ফ্রি স্কুল স্ট্রিটের পুকুরপাড় পাকা রাস্তার ওপর থেকে মরদেহটি উদ্ধার করে কলাবাগান থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মো. এমরুল কবির।

তিনি বলেন, গত রাত ১২টা থেকে ভোর ৫টার মধ্যে যেকোনো সময় কোনো যানবাহনের চাপায় ঘটনাস্থলে ওই ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে ভোরে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

এসআই আরও বলেন, প্রথমে মৃত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি। পরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তাঁর পরিচয় জানা যায়।

এসআই এমরুল বলেন, মৃত ব্যক্তির নাম শাহীনুর রহমান আশু (৪২)। তাঁর বাবার নাম আবেদ আলী। গ্রামের বাড়ি ময়মনসিংহের কোতয়ালী থানার কাউনিয়া গ্রামে। স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, ওই হাতিরপুল পুকুরপাড় এলাকায় ঘুরে বেড়াত। যে যা দিত, তাই খেতো। তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে।

হাতিরপুল এলাকার আব্দুল আজিজ নামে এক মুদি ব্যবসায়ী বলেন, ওই ব্যক্তিকে গতকাল বুধবার সকাল থেকে রাস্তায় দেখা যাচ্ছিল। তাঁর পরনের ময়লা পোশাক দেখে তাঁকে ভবঘুরে মনে হচ্ছিল। অসুস্থ ছিলেন তিনি। এলাকার লোকজনই তাঁকে খাবার খাওয়াচ্ছিল। আজ সকালে জানতে পারি, সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ওই ব্যক্তি।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট