হোম > সারা দেশ > ঢাকা

গণতন্ত্র মঞ্চের মিছিলে পুলিশের হামলায় আহত অনেকে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংকের অর্থ লোপাট ও অর্থ পাচারের প্রতিবাদে সচিবালয় অভিমুখে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। এ সময় পুলিশের লাঠি চার্জে গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা জোনায়েদ সাকিসহ বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন বলে দাবি করেছেন মিছিলকারীরা। 

আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে গুলিস্থানের জিরো পয়েন্টে পৌঁছালে পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন তারা। এ সময় মঞ্চের নেতা–কর্মীরা ব্যারিকেড ভাঙতে চাইলে পুলিশ বাঁধা দেয়। 

সরেজমিনে দেখা গেছে, গণতন্ত্র মঞ্চের নেতা-কর্মীদের পুলিশ বাঁধা দিতে চাইলে তারা পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এ সময় পুলিশ প্রথম দফা লাঠি চার্জ করে। জোনায়েদ সাকিসহ বেশ কয়েকজন আহত হন। প্রতিক্রিয়ায় গণতন্ত্র মঞ্চের নেতা-কর্মীরাও পুলিশের ওপর চড়াও হয়। পরে নেতা-কর্মীরা আহতদের ঘটনাস্থল থেকে উঠিয়ে নিয়ে যেতে চাইলে তাদের ওপর আবারও লাঠি চার্জ করে পুলিশ। 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের এডিসি শাহ্ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম বলেন, ‘ওনারা অনুমতি ছাড়া এখানে বিক্ষোভ মিছিল নিয়ে এসেছেন। তারপর আমরা তাদের বারবার বলেছি, তাদের এখানে অনুমতি নেই। কিন্তু ওনারা আমাদের কথা শুনেননি। ওনারা আমাদের কথা দিয়েছিলেন, ওনারা সচিবালয়ের সামনে এসে শান্তিপূর্ণ মিছিল করে চলে যাবেন।’ 

এডিসি আরও বলেন, ‘কিন্তু ওনারা আমাদের দেওয়া ব্যারিকেড অতিক্রম করে সচিবালয় ঢোকার চেষ্টা করেছেন। আমরা বারবার বোঝানোর চেষ্টা করলেও ওনারা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকতে চেয়েছেন। যারা ব্যারিকেড ধাক্কাধাক্কি করছিল, তাদের দেখেই মনে হচ্ছিল—এরা ব্যারিকেড ভাঙার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত লোক। আমাদের মনে হয়েছে, ওনারা এই ব্যারিকেড ভাঙার জন্য লোক ভাড়া করে নিয়ে এসেছে।’ 

কতজনকে আটক করা হয়েছে জানতে চাইলে শাহ্ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম বলেন, ‘যারা লাঠি হাতে পুলিশকে আক্রমণ করার চেষ্টা করেছে তাদের মধ্য থেকে দু-একজনকে আটক করেছি। তবে এখন পর্যন্ত কতজন আটক হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।’ 

পুলিশি হামলার প্রতিবাদ জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম কিন্তু পুলিশ আমাদের বাধা দিয়েছে। আমাদের অন্তত ৫০ জন নেতা-কর্মী আহত হয়েছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিকে অনেক মেরেছে পুলিশ। তিনিও আহত, তাঁকে নিয়ে আমরা হাসপাতালে যাব।’ 

মিছিলের আগে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে জোনায়েদ সাকি বলেন, ‘একটা মহল এই সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে মরিয়া হয়ে আছে। সরকার মেগা প্রকল্প করে, মেগা লুটপাটের জন্য। এই লুটের টাকা সবাই ভাগ-বাঁটোয়ারা করে নিচ্ছে।’ 

জনগণকে মাঠে নামার আহ্বান জানিয়ে সাকি বলেন, ‘মাঠে না নামলে এই সরকারকে হটানো যাবে না। বিদেশিদের ওপর ভরসা করবেন না, তারা শুধু সুবিধা নেয়। জনগণের আন্দোলনের মধ্য দিয়েই এই সরকারকে বিদায় করে আমাদের জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে।’ 

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘সরকার যতই হাবভাব দেখাক না কেন, রোজায় দাম কমাতে পারবে না। বাংলাদেশ এখন যেভাবে চলে এর থেকে খারাপভাবে একটা দেশ চলতে পারে না।’

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে