হোম > সারা দেশ > ঢাকা

বীজবর্ধন খামারে কাটা হচ্ছে শতবর্ষী ৫৪ গাছ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সদরে তুলা উন্নয়ন বোর্ডের বীজবর্ধন খামারের ভেতর গতকাল কেটে ফেলা একটি শতবর্ষী গাছ। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর সদর উপজেলায় তুলা উন্নয়ন বোর্ডের বীজবর্ধন খামারের ভেতর অর্ধশতাধিক শতবর্ষী গাছ কেটে ফেলা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার সারা দিনে ১৩-১৪টি গাছ কেটে ফেলা হয়। এ নিয়ে জেলার পরিবেশবাদীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, সদর উপজেলার উত্তর পাশে ভবানীপুর মৌজার তুলা উন্নয়ন বোর্ডের বীজবর্ধন খামারের ভেতর কিছু জমি বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটকে (বিনা) বরাদ্দ দেয় কৃষি মন্ত্রণালয়। বিনা সেখানে গামা রেডিয়েশন, এক্সপেরিমেন্টাল সেন্টার স্থাপন করবে। এ জন্য তাদের জন্য বরাদ্দ করা জমিতে থাকা ৫৪টি শতবর্ষী গাছ কেটে ফেলছে।

বিনা সূত্রে জানা গেছে, গাজীপুরের ভবানীপুরে বিনা আঞ্চলিক গামা গবেষণাকেন্দ্রের মাঠের চতুর্দিকে থাকা ৪১টি কাঁঠালগাছ, ৯টি আমগাছ, ১টি শিমুলগাছ, ৩টি তালগাছসহ ৫৪টি শতবর্ষী গাছ কেটে ফেলার জন্য তারা গত ১৬ অক্টোবর গাছ বিক্রয় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করে। পরে ভান্ডার কর্মকর্তা ও নিলাম কমিটির সদস্যসচিব সাইফুল ইসলাম গাছ কাটার কার্যাদেশ দেন।

বিনার কর্মকর্তা ফরিদ মিয়া বলেন, ‘তুলা উন্নয়ন বোর্ডের ওই জমি আমরা কৃষি মন্ত্রণালয়ের কাছ থেকে বরাদ্দ নিয়েছি। বিনার আঞ্চলিক গবেষণাকেন্দ্র স্থাপন করা হবে। বিশ্বব্যাংকের অর্থায়নে এটি বাস্তবায়িত হবে। বিদেশে যেসব কৃষিজাত পচনশীল পণ্য রপ্তানি করা হয়, সেসব পণ্য এখানে গামা রেডিয়েশন দিয়ে বিদেশে রপ্তানি করা হবে। এ কেন্দ্র স্থাপনের জন্য সীমানার ভেতর ৫৪টি বিভিন্ন প্রজাতির গাছ কাটার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য বন বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ থেকে গাছ কাটার অনুমতি নেওয়া হয়েছে।

গাছ কাটার বিষয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের গাজীপুরের সাধারণ সম্পাদক হাসান খান বলেন, এত পুরোনো ও প্রাচীন ফলবান গাছগুলো কেটে ফেলা হচ্ছে, যা খুবই পীড়াদায়ক। গাছগুলো না কেটে কীভাবে প্রকল্পটি বাস্তবায়ন করা যায়, সেদিকে কর্তৃপক্ষের নজর দেওয়া প্রয়োজন।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, গাজীপুরের সহকারী বন সংরক্ষক মোজাম্মেল হোসেন বলেন, ‘এটি কৃষি মন্ত্রণালয়ের অগ্রাধিকার প্রকল্প। তাই আমরা ৫৪টি গাছ কাটার অনুমতি দিয়েছি।’

বিনার গামা রেডিয়েশন, এক্সপেরিমেন্টাল অফিসার আনোয়ারুল ইসলাম বলেন, সরকারের অতি গুরুত্বপূর্ণ এই প্রকল্প স্থাপনের জন্য আমরা ২২ দশমিক পাঁচ একর জমি বরাদ্দ নিয়েছি। তার মধ্যে তিন একর জমিতে গামা রেডিয়েশন সেন্টার ও অবশিষ্ট জমিতে গবেষণাকেন্দ্র স্থাপন করা হবে। এখানে রেডিয়েশন নিয়ে কাজ করা হবে। এ জন্য এটি সংরক্ষিত এলাকা হবে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু