নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাড়ির মালিক জজ মিয়াকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে রূপগঞ্জ থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
এর আগে ২০ জুলাই উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের বিজয়নগর এলাকায় এ ঘটনা ঘটে।
মামলার বরাতে পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুটির পরিবার জজ মিয়ার বাড়ির ভাড়াটে। শিশুটির মা-বাবা স্থানীয় একটি কারখানায় চাকরি করেন। ২০ জুলাই জজ মিয়া শিশুটিকে খালি বাসায় ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি চিৎকার করলে তিনি পালিয়ে যান। পরে আশপাশের লোকজন ছুটে এসে তাকে হাসপাতালে ভর্তি করে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামি জজ মিয়াকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।