হোম > সারা দেশ > ঢাকা

কদমতলীতে নারীর হাত পা বাঁধা মরদেহ উদ্ধার

রাজধানীর কদমতলী থেকে রোকেয়া আক্তার রুনু (৫০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার কদমতলী থানার পূর্ব জুরাইন হাজি খোরশেদ আলী সরদার রোডের ১৯২৮ নম্বর বাড়ির ৫ম তলা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

রোকেয়া আক্তারের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর থানার ঠাকুরচর খান বাড়ি। তাঁর স্বামী মৃত জামাল হোসেন। রোকেয়া রাজধানীর শ্যামপুর সাউথ-ইষ্ট হাসপাতালে ক্লিনার হিসেবে চাকরি করতেন। এ ঘটনায় নিহতের ছেলে রাজীব গাজী বাদী হয়ে কদমতলী থানায় অভিযোগ দায়ের করে। 

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ মার্চ রোববার দুপুরে রোকেয়া তাঁর কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে ছোট ছেলে সজিবের (২২) সঙ্গে জুরাইন বিক্রমপুর প্লাজার সামনে দেখা হয়। সেখানে সজিবকে জুতা কেনার জন্য ৫০০ টাকা দিয়ে পূর্ব জুরাইন হাজি খোরশেদ আলী সরদার রোডের ১৯২৮ নম্বর বাড়ির বাসায় যান। সজিব জুতা কিনে পূর্ব কদমতলীতে তাঁর বন্ধুর বাসায় যায়। সেখানে সেদিন রাতে থেকে পরদিন সকালে সে তাঁর মাকে সকাল ৯টায় ফোন দেয়। কিন্তু সজিব তাঁর মায়ের ফোন করে বন্ধ পায়। পরে সকাল সাড়ে ১০টার দিকে তাঁর মায়ের কর্মস্থল শ্যামপুর হাসপাতালে যায়। সেখানে না পেয়ে বাসায় গিয়ে তালাবদ্ধ দেখতে পায়। পাশের বাসার লোকজনকে জিজ্ঞাসাবাদে জানিয়েছে সকাল ৬টায় রোকেয়া বাসা থেকে বের হয়ে গেছে। বহু খোঁজাখুঁজি করে না পেয়ে বাসার চাবি সংগ্রহ করে মঙ্গলবার রাত সাড়ে ৯টায় বাসায় গিয়ে তাঁর মাকে শাড়ি দিয়ে দুই হাত-দুই পা বাঁধা ও কম্বল দিয়ে ঢাকা অবস্থায় দেখতে পায়।

পরে ৯৯৯ এর মাধ্যমে কদমতলী থানা-পুলিশ জানতে পেরে সিআইডির ক্রাইম সিন ও থানা-পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ করে। 

কদমতলী থানার অফিসার ইনচার্জ প্রলয় কুমার সাহা আজকের পত্রিকাকে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদ্‌ঘাটনে জিজ্ঞাসাবাদ চলছে। 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির