ঢাকা শহরে নবীজির ঘর ও প্রাচীন মসজিদের অবয়ব! এমনই অকল্পনীয় একটি সিরাত উৎসবের আয়োজন করেছে ধানমন্ডির মসজিদ-উত-তাকওয়া। আজ শনিবার আয়োজিত এই প্রদর্শনীতে দেখানো হয়েছে মহানবীর ব্যবহৃত বিভিন্ন তৈজসপত্র, পছন্দের খাবার ও উম্মুল মুমিনানদের ঘর।
এই সিরাত উৎসবে শৈল্পিকভাবে ফুটিয়ে তোলা হয়েছে ১৪০০ বছর আগের মদিনার পরিবেশ। নবীজির (সা.) পবিত্র ঘর এবং মদিনার প্রাচীন মসজিদের অবয়বসহ আরও অনেক কিছু। বাংলাদেশে এমন হৃদয়গ্রাহী সিরাত আয়োজন এটিই প্রথম। এটি কেবল একটি প্রদর্শনী নয়, বরং নবীজির জীবনবোধকে গভীরভাবে অনুভব করার এক বিরল সুযোগ।
বিস্তারিত দেখুন ছবিতে: