হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় মাহেন্দ্রচালক নিহত

মাদারীপুর প্রতিনিধি: 

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় আবু সাঈদ হাওলাদার (২৬) নামে এক মাহেন্দ্রচালকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর টেক্সটাইল মিলের সামনে দুর্ঘটনাটি ঘটে। 

নিহত সাঈদ হাওলাদার রাজৈর উপজেলার কালাম হাওলাদারের ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, সকালে একটি মাহেন্দ্র মস্তফাপুর থেকে রাজৈরের দিকে যাচ্ছিল। সদর উপজেলার মস্তফাপুর টেক্সটাইল মিল গেটের সামনের মহাসড়কে পিচ ফুলে রাস্তা উঁচুনিচু থাকায় গাড়ি নিয়ন্ত্রণ করতে না পেরে রাস্তায় আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই চালক মারা যান। 

মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর এলাকায় রাস্তা উঁচুনিচু থাকার কারণে গাড়ি নিয়ন্ত্রণ করতে না পেরে রাস্তায় আছড়ে পড়ে এক মাহেন্দ্রচালক মারা গেছেন। 

মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মাহেন্দ্রটি জব্দ করা হয়েছে। মরদেহটি মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান