হোম > সারা দেশ > ঢাকা

এলিভেটেড এক্সপ্রেসওয়ের হাতিরঝিল অংশে সীমিত পরিসরে কাজ চলমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের হাতিরঝিল অংশের কাজ সীমিত পরিসরে চলমান রয়েছে। এই প্রকল্পের কাজের অগ্রগতি ৭৫ শতাংশ। বিনিয়োগকারী প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের (এফডিইই) শেয়ার হোল্ডারদের মধ্যে শেয়ার হস্তান্তর সংক্রান্ত জটিলতায় এ প্রকল্পে চাইনিজ দুটি ব্যাংক থেকে ঋণের কিস্তি ছাড় বন্ধ রয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। 

আজ শনিবার এলিভেটেড এক্সপ্রেসওয়ের এয়ারপোর্ট সংলগ্ন টোল প্লাজা কার্যালয় ও এফডিসি এলাকা পরিদর্শন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক। সে সময় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (রুটিন দায়িত্ব) রশিদুল হাসান সভাপতিত্বে প্রকল্পের কার্যক্রম অবহিতকরণ ও নির্মাণকাজের বিষয়ে বিশেষ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মো. এহছানুল হক। বিশেষ অতিথি ছিলেন মো. হাফিজুর রহমান প্রমুখ। 

সভায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এ এইচ এম এস আকতার এলিভেটেড এক্সপ্রেসওয়ের রুট এলাইনমেন্ট, প্রকল্পের কার্যক্রম ও নির্মাণকাজের বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তিনি জানান, বর্তমানে প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭৫ শতাংশ। তবে বিনিয়োগকারী প্রতিষ্ঠান এফডিইই এর শেয়ার হোল্ডারদের মধ্যে শেয়ার হস্তান্তর সংক্রান্ত জটিলতায় এ প্রকল্পে চাইনিজ দুটি ব্যাংক থেকে ঋণের কিস্তি ছাড় বন্ধ রয়েছে। এ জন্য হাতিরঝিল এলাকায় প্রকল্পের কাজ সীমিত পরিসরে চলমান রয়েছে।

সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন দুটি পিপিপি প্রকল্প, যথাক্রমে ঢাকা বাইপাস পিপিপি প্রকল্প এবং রামপুরা-আমুলিয়া পিপিপি প্রকল্পের কার্যক্রম ও সমস্যা সম্পর্কে উভয় প্রকল্পের প্রকল্প পরিচালকগণ প্রেজেন্টেশন উপস্থাপনা করেন। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের নির্মাণকাজ দ্রুত শেষ করার জন্য বিনিয়োগকারী প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সকলকে দিক নির্দেশনা প্রদান করেন সচিব।

দেড় বছরে ১০ বার থমকে গেছে মেট্রোরেল চলাচল

‎গৃহকর্মী নিয়োগের পূর্বে পরিচয় নিশ্চিত হওয়ার অনুরোধ ডিএমপি কমিশনারের

মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: অভিযুক্ত গৃহকর্মীর আসল নাম-পরিচয় শনাক্ত

নরসিংদীতে অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

বিডিআর হত্যার তদন্ত প্রতিবেদনে আইজিপি বাহারুলের নাম, অপসারণের দাবিতে শাহবাগে পিন্টু সমর্থকেরা

কালীগঞ্জে ৪ করাতকলের মালিককে জরিমানা

মেজর জিয়াউলের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারসহ ৭ দাবি

রাজধানীর লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় মামলা, আসামি গৃহকর্মী

‘শান্তিচুক্তি’ ভেঙে ঢাকা কলেজ–আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ