হোম > সারা দেশ > ঢাকা

এলিভেটেড এক্সপ্রেসওয়ের হাতিরঝিল অংশে সীমিত পরিসরে কাজ চলমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের হাতিরঝিল অংশের কাজ সীমিত পরিসরে চলমান রয়েছে। এই প্রকল্পের কাজের অগ্রগতি ৭৫ শতাংশ। বিনিয়োগকারী প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের (এফডিইই) শেয়ার হোল্ডারদের মধ্যে শেয়ার হস্তান্তর সংক্রান্ত জটিলতায় এ প্রকল্পে চাইনিজ দুটি ব্যাংক থেকে ঋণের কিস্তি ছাড় বন্ধ রয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। 

আজ শনিবার এলিভেটেড এক্সপ্রেসওয়ের এয়ারপোর্ট সংলগ্ন টোল প্লাজা কার্যালয় ও এফডিসি এলাকা পরিদর্শন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক। সে সময় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (রুটিন দায়িত্ব) রশিদুল হাসান সভাপতিত্বে প্রকল্পের কার্যক্রম অবহিতকরণ ও নির্মাণকাজের বিষয়ে বিশেষ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মো. এহছানুল হক। বিশেষ অতিথি ছিলেন মো. হাফিজুর রহমান প্রমুখ। 

সভায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এ এইচ এম এস আকতার এলিভেটেড এক্সপ্রেসওয়ের রুট এলাইনমেন্ট, প্রকল্পের কার্যক্রম ও নির্মাণকাজের বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তিনি জানান, বর্তমানে প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭৫ শতাংশ। তবে বিনিয়োগকারী প্রতিষ্ঠান এফডিইই এর শেয়ার হোল্ডারদের মধ্যে শেয়ার হস্তান্তর সংক্রান্ত জটিলতায় এ প্রকল্পে চাইনিজ দুটি ব্যাংক থেকে ঋণের কিস্তি ছাড় বন্ধ রয়েছে। এ জন্য হাতিরঝিল এলাকায় প্রকল্পের কাজ সীমিত পরিসরে চলমান রয়েছে।

সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন দুটি পিপিপি প্রকল্প, যথাক্রমে ঢাকা বাইপাস পিপিপি প্রকল্প এবং রামপুরা-আমুলিয়া পিপিপি প্রকল্পের কার্যক্রম ও সমস্যা সম্পর্কে উভয় প্রকল্পের প্রকল্প পরিচালকগণ প্রেজেন্টেশন উপস্থাপনা করেন। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের নির্মাণকাজ দ্রুত শেষ করার জন্য বিনিয়োগকারী প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সকলকে দিক নির্দেশনা প্রদান করেন সচিব।

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার