সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমানের স্ত্রী মাহমুদা খানম স্বপ্নাকে চার বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় দেন।
রায়ে মাহমুদা খানম স্বপ্নাকে দুদক আইন ২০০৪-এর ২৬ (২) ধারায় (সম্পদের তথ্য গোপন) এক বছর বিনাশ্রম কারাদণ্ড এবং ২৭ (১) ধারায় (জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ) তিন বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি অসাধু উপায়ে অর্জিত ২১ লাখ ৫৪ হাজার ২৩৫ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত।
রায় ঘোষণার সময় মাহমুদা খানম স্বপ্না আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, মাহমুদা খানম স্বপ্না একজন গৃহিণী। তাঁর স্বামী মোস্তাফিজুর রহমান পুলিশ পরিদর্শক ছিলেন। ২০১৫ সালের ১৪ মে মাহমুদা খানম দুদকে হিসাব বিবরণী দেন। সেখানে তিনি ১৭ লাখ ৬২ হাজার ১৮৩ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করেন এবং ১ কোটি ৭১ লাখ ৩ হাজার ৪৫ টাকার সম্পদের মধ্যে ৪১ লাখ ৪১ হাজার ২৬৯ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে তা দখলে রাখেন।
দুদকের উপপরিচালক মো. আবুবকর সিদ্দিক বাদী হয়ে ২০১৬ সালের ২৯ জুন রমনা থানায় তাঁর বিরুদ্ধে মামলা করেন। ২০১৭ সালের ৩১ জানুয়ারি দুদকের উপসহকারী পরিচালক নাজিম উদ্দিন তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দেন।