হোম > সারা দেশ > টাঙ্গাইল

তানভীরকে আমেরিকায় পড়ানোর স্বপ্ন পূরণ হলো না মা-বাবার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

তানভীরের বাড়িতে মা লিপি বেগমকে সান্ত্বনা দিতে এসেছেন স্বজনেরা। ছবি: আজকের পত্রিকা

‘আমেরিকায় গিয়ে পড়া হলো না তানভীরের’ বলে বারবার বিলাপ করছেন তানভীরের মা লিপি বেগম। রাজধানীর দিয়াবাড়িতে বিমান বিধ্বস্তে প্রাণ হারিয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র তানভীর। ক্লাসের ফার্স্ট বয় তানভীর সব বিষয়ে ‘এ’ প্লাস পেত। ভালো ছবিও আঁকত সে। ছেলের গুণের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ছেন লিপি বেগম। তিনি বিলাপ করে বলেন, মাঝেমধ্যে তার বাবাকে নিজের সামনে বসিয়ে তানভীর বলত—বাবা, বসো তো, আমি তোমার ছবি এঁকে দেব।

আজ মঙ্গলবার সকালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ওয়ার্শী ইউনিয়নের নগরভাতগ্রাম (নয়াপাড়া) গ্রামে ছেলে হারানোর শোকে আহাজারি করছিলেন লিপি বেগম।

তানভীরের ছোট ভাই তাসফিকও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে তৃতীয় শ্রেণিতে পড়ে। গতকাল সোমবার ক্লাস শেষে সে দুপুর ১২টার দিকে বাসায় ফিরে আসায় প্রাণে বেঁচে যায়। তবে তানভীরের কোচিং ক্লাস থাকায় স্কুলে ছিল। স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে উত্তরা এলাকায় বাস করতেন তানভীরের বাবা রুবেল মিয়া। গতকাল তানভীরের মৃত্যুর খবর নগরভাতগ্রামে ছড়িয়ে পড়লে গ্রামবাসী তার বাড়িতে ভিড় করতে থাকেন। রাত সাড়ে ৩টার দিকে তানভীরের লাশ উত্তরা থেকে গ্রামের বাড়িতে আনা হয়। কান্না ও আহাজারির শব্দে ভারী হয়ে ওঠে পরিবেশ।

তানভীরের বাবা ঘটনার পর থেকে আহাজারি করতে করতে এখন উল্টাপাল্টা বকছেন। ছেলের মৃত্যুশোকে পাগলপ্রায়। কেউ তাঁকে শান্ত করতে পারছেন না।

তানভীরের ফুফু জুলেখা বেগম বলেন, ‘বছরে বড় ছুটি পেলে গ্রামের বাড়িতে এলেই তানভীর আমাদের বাড়িতে যেত। দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলত, ফুফু, আমি এসেছি। আমার জন্য দোয়া করবে। আমি যেন তোমার মুখ উজ্জ্বল করতে পারি।’ তানভীরের চাচা গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন জানান, গতকাল দুপুরে বিমান বিধ্বস্তের খবর পেয়ে তিনি মাইলস্টোন স্কুলে ছুটে যান। সেখান গিয়ে তানভীরকে না পেয়ে সঙ্গে সঙ্গে তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারিতে চলে যান। সেখানে গিয়ে তানভীরের লাশ শনাক্ত করেন। তিনি বলেন, ‘ভাতিজার মৃত্যুর খবর কীভাবে ভাইকে বলব, তা ভেবে পাচ্ছিলাম না। কিন্তু তারপরও বলতে হয়েছে। তাঁকে কীভাবে সান্ত্বনা দেব।’

আজ সকাল ১০টায় আন্দিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তানভীরের জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম আরিফুর ইসলাম, গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, জেলা জামায়াতে ইসলামীর শিক্ষাবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ তালুকদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইয়াহইয়া খান মারুফ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ প্রমুখ অংশ নেন।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট