হোম > সারা দেশ > মাদারীপুর

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ

মাদারীপুর প্রতিনিধি

গোপালগঞ্জে এনসিপির নেতাদের ওপর হামলার প্রতিবাদে মাদারীপুর শহরে লেকেরপাড়ে এই বিক্ষোভ সমাবেশ হয়। আজ বুধবার বিকেলে। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের হামলার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। আজ বুধবার (১৬ জুলাই) বিকেলে শহরের লেকেরপাড়ে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সারা দেশে পথযাত্রার অংশ হিসেবে আজ দুপুরে গোপালগঞ্জ থেকে মাদারীপুরে রওয়ানা দেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। পরে তাঁদের ওপর হামলা চালায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। বেলা ৩টায় মাদারীপুরে এনসিপির সমাবেশের কথা থাকলেও হামলার কারণে এখনো তাঁরা পৌঁছাতে পারেননি।

এনসিপির কেন্দ্রীয় নেতাদের সমাবেশকে ঘিরে ইতিমধ্যে মাদারীপুরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মাদারীপুরে সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, তাসনিম জারা, উত্তরাঞ্চলের সংগঠক মেহেরাব সিফাত প্রমুখের আসার কথা রয়েছে। শহরের স্বাধীনতা অঙ্গনে আয়োজিত সমাবেশে তাঁদের বক্তব্য দেওয়ার কথা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, গোপালগঞ্জে এনসিপির নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী এই পদক্ষেপ না নিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ঘোষণা করা হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুরের সদস্যসচিব মাসুম বিল্লাহ বলেন, ‘পরিকল্পিতভাবে গোপালগঞ্জে এই হামলা চালানো হয়েছে। যাতে মাদারীপুরে অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। কিন্তু মাদারীপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা অনুষ্ঠান সার্থক করতে প্রস্তুত। কোনো হামলার ভয় তারা পায় না। গোপালগঞ্জে যারা হামলা চালিয়েছে, তারা চিহ্নিত সন্ত্রাসী। তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তা না হলে সারা দেশে একযোগে আন্দোলন করা হবে।’

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে

ঘন কুয়াশায় সাড়ে ১৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারতকে ঘিরে শাহবাগ এলাকায় কড়া নিরাপত্তা

হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, শাহবাগ মোড় থেকে সরে গেল ইনকিলাব মঞ্চ

রাত পেরিয়ে সকাল, শাহবাগ ছাড়েননি হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভকারীরা

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে