হোম > সারা দেশ > ঢাকা

বৃষ্টি হলেই মাতুয়াইল হাসপাতালে হাঁটুপানি

শ্যামপুর-কদমতলী (ঢাকা) প্রতিনিধি 

রাজধানীর মাতুয়াইল শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রবেশপথ থেকে হাসপাতালের অভ্যন্তরের এলাকায় জলাবদ্ধতা। গতকাল শনিবার তোলা। ছবি: আজকের পত্রিকা

বৃষ্টি হলেই রাজধানীর মাতুয়াইল শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের (মাতুয়াইল হাসপাতাল) প্রবেশপথ থেকে হাসপাতালের অভ্যন্তরের রাস্তায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। এর মধ্যে টানা দুই দিনের বৃষ্টিতে (বৃহস্পতি ও শুক্রবার) জলাবদ্ধতা আরও প্রকট হয়েছে। হাসপাতালের প্রবেশপথ থেকে শুরু করে অভ্যন্তরের রাস্তায় প্রায় ৩ ফুট পানি জমেছে। এতে দুর্ভোগে পড়েছেন রোগী, স্বজন ও চিকিৎসকেরা।

গতকাল শনিবার সরেজমিন দেখা যায়, হাসপাতাল ভবনের চারপাশ থই থই পানি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগী ও তাদের স্বজনেরা হাসপাতালে ঢুকতে গিয়ে বিপাকে পড়ছেন। কেউ রিকশা করে, কেউ কাপড় ভিজিয়ে হাঁটতে বাধ্য হচ্ছেন। হাসপাতালে ঢুকে বোঝার উপায় নেই কোথায় রাস্তাঘাট।

কয়েকজন রোগীর স্বজন জানান, পানি ঠেলে হাসপাতালে প্রবেশ করতে হচ্ছে। রিকশা পাওয়া যাচ্ছে না, ওষুধ আনতে বা হাসপাতাল ভবনের বাইরে যেতেও নাকাল অবস্থা।

হাসপাতালের কোয়ার্টারের বাসিন্দা রায়হান বলেন, সামান্য বৃষ্টি হলেই হাসপাতালের রাস্তাগুলো হাঁটুপানিতে তলিয়ে যায়। ফলে যাতায়াতে প্রচণ্ড ভোগান্তিতে পড়তে হয়। তিনি দীর্ঘদিন ধরে হাসপাতালের কোয়ার্টারের বসবাস করে আসছেন। জলাবদ্ধতার বিষয়টি নতুন কিছু নয়। সামান্য বৃষ্টি হলেই পুরো হাসপাতাল এলাকা টইটুম্বুর হয়ে যায়। বিষয়টি সমাধানের কোনো উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সিএনজিচালিত অটোরিকশা করে রোগী আনেন সালেহা। তিনি বলেন, ‘এত বড় নামীদামি একটা হাসপাতাল, অথচ সামান্য বৃষ্টিতেই রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে কোনো রকমে হাসপাতালে প্রবেশ করতে পারলেও বের হতে রিকশা পাওয়া যায় না। ফার্মেসি থেকে ওষুধ আনতে রোগীর স্বজনদের কাপড় ভিজিয়ে যাওয়া আসা করতে হয়।’

জলাবদ্ধতার কারণে হাসপাতালের ভেতর থেকে রিকশা-অটোরিকশায় বের হচ্ছেন রোগী ও স্বজনেরা। ছবি: আজকের পত্রিকা

এ ব্যাপারে হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘চার-পাঁচ বছর আগে হাসপাতালের ড্রেনেজ ব্যবস্থার কাজ চলাকালে ঠিকাদার ড্রেনের ভেতরে বালুভর্তি বস্তা দিয়ে বাঁধ দেয়। কাজ শেষে সেই বস্তাগুলো আর সরানো হয়নি। ফলে পানি বের হতে পারছে না।’

তিনি আরও বলেন, ‘গত সপ্তাহে বিষয়টি অনুসন্ধানে বের হয়। এখন সেই বস্তাগুলো সরানোর কাজ শুরু হয়েছে। আশা করছি, দ্রুত সমস্যার সমাধান হবে। তবে হাসপাতাল এলাকার রাস্তা মূল সড়কের চেয়ে নিচু হওয়ায় পানি কিছুটা জমতে পারে। এ জন্য সেচের ব্যবস্থাও নেওয়া হচ্ছে।’

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দীপু দাসের হত্যাকারীদের শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের

৩০০ ফুট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ