হোম > সারা দেশ > ঢাকা

তিন ফসলি জমি রক্ষার দাবি ১৪ সংগঠনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য দেন। ছবি: আজকের পত্রিকা

তিন ফসলি কৃষিজমি রক্ষায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইপিজেড স্থাপন পরিকল্পনা স্থগিত করার দাবি জানিয়েছে নৃগোষ্ঠীগুলোর অধিকার ও মানবাধিকার নিয়ে কাজ করা ১৪টি সংগঠন। সেই সঙ্গে সাঁওতাল নৃগোষ্ঠী ও কিছু বাঙালি কৃষিজীবী পরিবারের পূর্বপুরুষদের জমি ফিরিয়ে দেওয়ার দাবি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ জুন) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তোলা হয়।

সংবাদ সম্মেলনের আয়োজন করে অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি), নিজেরা করি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), ব্লাস্ট, বেলা, আইন ও সালিশ কেন্দ্র, জাতীয় আদিবাসী পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ ১৪টি সংগঠন।

সংবাদ সম্মেলনে এএলআরডির চেয়ারপারসন ও নিজেরা করির সমন্বয়ক খুশী কবির সাঁওতালদের ভূমির সমস্যার ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, ‘১৯৫৬ সালে সাহেবগঞ্জ বাগদা ফার্মে সরকার আখ চাষ ও চিনি কল স্থাপনের জন্য ১৮৪২ একর জমি হুকুমদখল করে। তখন চুক্তি ছিল, জমির নির্ধারিত ব্যবহার বন্ধ হলে জমি আগের মালিকদের ফেরত দেওয়া হবে। কিন্তু ২০০৪ সালে চিনিকল বন্ধ হয়ে গেলেও জমি ফেরত দেওয়া হয়নি। বরং ২০১৬ সালে জমি ফেরতের দাবিতে আন্দোলনরত সাঁওতালদের ওপর হামলা চালানো হয়, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়। এতে তিনজন নিহত হন।’

খুশী কবির অভিযোগ করে বলেন, সাঁওতালদের ওপর হামলার ওই ঘটনার এক দশক পরেও এখনো তার পূর্ণাঙ্গ অভিযোগপত্র দেওয়া হয়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, এটা স্পষ্ট, জমি ফেরত না দিয়ে সেখানে ইপিজেড স্থাপন শিল্পায়নের ভুল ব্যাখ্যা। কৃষিজমি ধ্বংস করে ইপিজেড করার যুক্তি নেই। বিশ্বে এখন বিভিন্ন দেশে যুদ্ধ হচ্ছে। বাংলাদেশের খাদ্য নিরাপত্তার স্বার্থেই তিন ফসলি জমি ধ্বংস কোনো ভালো সিদ্ধান্ত নয়।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ বলেন, ‘দীর্ঘদিন ধরে সাঁওতাল জনগোষ্ঠীর ওপর নির্যাতন চালানো হচ্ছে। দেশে এত জায়গা থাকতে সাঁওতালপল্লিতে গিয়ে কেন ইপিজেড করতে হবে?’

সংবাদ সম্মেলনে বক্তারা সরকারের কাছে দাবি করেন, সাহেবগঞ্জ বাগদা ফার্ম এলাকায় ২০১৬ সালের সহিংসতায় ক্ষতিগ্রস্ত সাঁওতাল ও বাঙালি কৃষিজীবীদের জমির দাবি স্বীকার করে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে জমি ফিরিয়ে দিতে হবে। ইপিজেড তথা কোনো শিল্প প্রকল্প বাস্তবায়নের আগে অবশ্যই স্বাধীন ও স্বচ্ছ উপায়ে পরিবেশগত ও সামাজিক প্রভাব মূল্যায়ন (ইআইএ এবং এসআইএ) করতে হবে।

শুধু স্থানীয় নয়, গোটা কৃষি-পরিবেশ অঞ্চলের ভূমি, পানি, কৃষি ও জীববৈচিত্র্যের ওপর প্রস্তাবিত প্রকল্পটি কী প্রভাব ফেলবে, তা নির্ণয় করতে হবে। ২০১৬ সালের ঘটনায় নিহতদের জন্য বিচার নিশ্চিত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে। একই সঙ্গে স্থানীয় প্রশাসনের কেউ যদি অনুমোদনের আগেই ইপিজেড স্থাপনের ঘোষণা দিয়ে আতঙ্ক ছড়ান, তা অবিলম্বে বন্ধ করতে হবে।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে