হোম > সারা দেশ > ঢাকা

স্মৃতিসৌধে জাবি শিক্ষার্থীকে মারধর

প্রতিনিধি, জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে স্মৃতিসৌধে দায়িত্বরত আনসার সদস্যরা মারধর করেছেন। মারধরের শিকার ওই শিক্ষার্থীর নাম নূর হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের ৪৬ তম ব্যাচের শিক্ষার্থী। বর্তমানে আহত নূর হোসেন সাভারের এনাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। 

জাতীয় স্মৃতিসৌধে কর্তব্যরত গণপূর্ত বিভাগের ইনচার্জ সহকারী প্রকৌশলী মিজানুর রহমান শিক্ষার্থীকে মারধরের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, 'ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। আনসার সদস্যের সঙ্গে ওই শিক্ষার্থীর বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে চারজন আনসার সদস্য তাঁকে মারধর করে। ঘটনাটি জানা মাত্র আমি সেখানে উপস্থিত হই। কিছুক্ষণ পরে পুলিশ আসে। সেখানে সাময়িক কিছু আলোচনার পর শিক্ষার্থীকে হাসপাতালে পাঠানো হয়েছে।' 

ভুক্তভোগী শিক্ষার্থী নূর হোসেন বলেন, 'আমি বিকেলে আমার দুজন ভাগিনা নিয়ে স্মৃতিসৌধ ঘুরতে যাই। সেখানে অনেককে অর্থের বিনিময়ে প্রবেশ করতে দিচ্ছিল দায়িত্বরত আনসার সদস্যরা। আমি এ অন্যায়ের প্রতিবাদ করলে তাঁরা আমাকে প্রথমে একটি কক্ষে নিয়ে আবদ্ধ করে। পরে অত্যন্ত নারকীয় কায়দায় সাত-আটজন আনসার সদস্য আমার ঠোঁট, গলা ও তলপেটে মারাত্মকভাবে আঘাত করে। মাথাতেও মারাত্মক আঘাত করে। এ ছাড়া তাঁদের ব্যবহৃত লাঠি দিয়ে আমার পা থেঁতলে দেওয়া হয়েছে।' 

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী জহির ফয়সাল বলেন, 'আমি নূরকে নিয়ে হাসপাতালে আছি। তাঁকে অমানবিক নির্যাতন করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দেওয়ার পরেও তাঁকে অমানুষিক নির্যাতন করে আনসার সদস্যরা।'

তিনি আরও বলেন, 'নূরের চিকিৎসা ব্যয় স্মৃতিসৌধ প্রশাসনকে বহন করতে হবে। এ ঘটনায় আমরা অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছি। এ ছাড়া এ ঘটনার প্রতিবাদে আমরা মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করব।' 

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট