হোম > সারা দেশ > ঢাকা

নবাবগঞ্জে ৫ টাকায় ঈদবাজার

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার নবাবগঞ্জে পাঁচ টাকায় ঈদবাজারের ব্যবস্থা করেছে সততা ফাউন্ডেশন নামের একটি সামাজিক সংগঠন। 

উপজেলার শোল্লা ইউনিয়নের শোল্লা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে নিম্ন আয়ের মানুষের জন্য ঈদকে সমনে রেখে পাঁচ টাকার এই বাজার স্থাপন করে সংগঠনটি। 

‘থাকবে না হারানোর ভয়, সততাই করবে জয়’—এই স্লোগানকে সামনে রেখে আজ রোববার সকাল ১০টা থেকে শুরু করে বেলা ২টা পর্যন্ত ২৫০টি অসচ্ছল পরিবার ৫ টাকার বিনিময়ে ৪ কেজি চাল, ১ কেজি চিনিগুঁড়া চাল, চিনি, লবণ, ডিটারজেন্ট, ২ কেজি পেঁয়াজ, ২ প্যাকেট সেমাই, ১ প্যাকেট নুডলস, সাবান ও  ৬টি ডিম পাচ্ছেন সততা ফাউন্ডেশনের ৫ টাকার ঈদবাজারে। 

এই ঈদবাজারে প্রবাসীরা, ছাত্র-ছাত্রী, তরুণ-তরুণী, সরকারি-বেসরকারি চাকরিজীবীরা সহযোগিতা করেন বলে জানান আয়োজকেরা। 

সততা ফাউন্ডেশনের সদস্য ও সাংবাদিক আলীনূর ইসলাম মিশু বলেন, দুস্থ গরিবদের পাশে থাকা, অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা, বয়স্কদের মুখে হাসি ফোটানো, বেকারদের কর্মসংস্থান তৈরি করে দেওয়া, এতিমদের মুখে হাসি ফোটানোর জন্যই এই সততা ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করা হয়। 

সততা ফাউন্ডেশনের সদস্য রিদয় বলেন, ‘আমাদের মূল উদ্দেশ্য খাবারের পাশাপাশি বছরে প্রতিটি গ্রাম থেকে কয়েকটি পরিবারকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে দারিদ্র্য দূর করা।’ 

পাঁচ টাকায় বাজার করে পারুল বেগম বলেন, ‘আমার মতো অনেক পরিবারের মাঝে শিশু থেকে শুরু করে বয়স্কদের মাঝে সেমাই চিনিসহ প্রতিটি পরিবারকে ঈদের নতুন জামা দিয়েছিল তারা।’    

এলাকাবাসী নাসির হোসেন বলেন, প্রাকৃতিক দুর্যোগ, করোনাভাইরাসের সময় ৩০০টি পরিবারকে চিনিগুঁড়া চাল, ভাতের চাল, মসুর ডাল, সয়াবিন তেল, চিনি, সেমাই ও ১৫০ জন পথিকদের মধ্যে ইফতার বিতরণ করেছিলেন তাঁরা। 

স্থানীয়রা তাঁদের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এর ধারাবাহিকতা অব্যাহত থাকুক এই প্রত্যাশা করেন।

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯