হোম > সারা দেশ > ঢাকা

নবাবগঞ্জে ৫ টাকায় ঈদবাজার

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার নবাবগঞ্জে পাঁচ টাকায় ঈদবাজারের ব্যবস্থা করেছে সততা ফাউন্ডেশন নামের একটি সামাজিক সংগঠন। 

উপজেলার শোল্লা ইউনিয়নের শোল্লা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে নিম্ন আয়ের মানুষের জন্য ঈদকে সমনে রেখে পাঁচ টাকার এই বাজার স্থাপন করে সংগঠনটি। 

‘থাকবে না হারানোর ভয়, সততাই করবে জয়’—এই স্লোগানকে সামনে রেখে আজ রোববার সকাল ১০টা থেকে শুরু করে বেলা ২টা পর্যন্ত ২৫০টি অসচ্ছল পরিবার ৫ টাকার বিনিময়ে ৪ কেজি চাল, ১ কেজি চিনিগুঁড়া চাল, চিনি, লবণ, ডিটারজেন্ট, ২ কেজি পেঁয়াজ, ২ প্যাকেট সেমাই, ১ প্যাকেট নুডলস, সাবান ও  ৬টি ডিম পাচ্ছেন সততা ফাউন্ডেশনের ৫ টাকার ঈদবাজারে। 

এই ঈদবাজারে প্রবাসীরা, ছাত্র-ছাত্রী, তরুণ-তরুণী, সরকারি-বেসরকারি চাকরিজীবীরা সহযোগিতা করেন বলে জানান আয়োজকেরা। 

সততা ফাউন্ডেশনের সদস্য ও সাংবাদিক আলীনূর ইসলাম মিশু বলেন, দুস্থ গরিবদের পাশে থাকা, অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা, বয়স্কদের মুখে হাসি ফোটানো, বেকারদের কর্মসংস্থান তৈরি করে দেওয়া, এতিমদের মুখে হাসি ফোটানোর জন্যই এই সততা ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করা হয়। 

সততা ফাউন্ডেশনের সদস্য রিদয় বলেন, ‘আমাদের মূল উদ্দেশ্য খাবারের পাশাপাশি বছরে প্রতিটি গ্রাম থেকে কয়েকটি পরিবারকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে দারিদ্র্য দূর করা।’ 

পাঁচ টাকায় বাজার করে পারুল বেগম বলেন, ‘আমার মতো অনেক পরিবারের মাঝে শিশু থেকে শুরু করে বয়স্কদের মাঝে সেমাই চিনিসহ প্রতিটি পরিবারকে ঈদের নতুন জামা দিয়েছিল তারা।’    

এলাকাবাসী নাসির হোসেন বলেন, প্রাকৃতিক দুর্যোগ, করোনাভাইরাসের সময় ৩০০টি পরিবারকে চিনিগুঁড়া চাল, ভাতের চাল, মসুর ডাল, সয়াবিন তেল, চিনি, সেমাই ও ১৫০ জন পথিকদের মধ্যে ইফতার বিতরণ করেছিলেন তাঁরা। 

স্থানীয়রা তাঁদের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এর ধারাবাহিকতা অব্যাহত থাকুক এই প্রত্যাশা করেন।

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার