হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

স্বামী-সন্তান রেখে অন্য সংসারে, ২ মাস পর ফিরেই খুন নারী

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পারিবারিক কলহের জেরে ইতি আক্তার (২৫) নামের এক নারী খুন হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত নারীর স্বামী বিল্লাল হোসেনকে (৩২) আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৫ জুলাই) রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি বাতানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম।  

নিহত নারী ঢাকার নবাবগঞ্জের মানিক গাজীর মেয়ে।  

স্থানীয় সূত্রে জানা যায়, মিজমিজি বাতানপাড়া এলাকায় একটি বাড়িতে বসবাস করতেন ইতি ও তাঁর স্বামী। দীর্ঘদিন ধরে পারিবারিক কলহে সংসারে ঝামেলা চলছিল। গতকাল হঠাৎ তাদের বসতঘর থেকে চিৎকারের আওয়াজ শোনা যায়। পরে প্রতিবেশীরা ঘরে প্রবেশ করে দেখতে পান ইতির লাশ মেঝেতে পড়ে আছে। পাশেই স্বামী বিল্লাল হোসেন বসে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। মৃত নারী স্বামী বিল্লাল হোসেন ও ৬ বছরের একটি সন্তান রেখে পরকীয়ায় জড়িয়ে আরেকটি বিয়ে করেছিলেন। ইতি তাঁর দ্বিতীয় স্বামীর সঙ্গে দুই মাস সংসার করে দুই দিন আগে আবারও বিল্লালের ঘরে ফিরে আসেন। এর মধ্যে গতকাল মোবাইল ফোনে কথা বলা নিয়ে উভয়ের ঝগড়া হলে স্বামী বিল্লাল হোসেন রুটি তৈরির বেলন দিয়ে ইতির মাথায় আঘাত করেন। এতে ইতির মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে