আনসার ও শিক্ষার্থীদের সংঘর্ষের সংবাদ সংগ্রহে গিয়ে গত ২৫ আগস্ট আনসার সদস্যদের হামলায় আহত হন দৈনিক প্রথম আলোর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউএমসিজেএএ) সদস্য আসিফ হাওলাদার (আসিফ হিমাদ্রী)। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডিইউএমসিজেএএ।
আজ মঙ্গলবার এক বিবৃতিতে তাঁরা এই নিন্দা ও প্রতিবাদ জানায়।
ডিইউএমসিজেএএর সভাপতি মো. শামসুল হক ও সাধারণ সম্পাদক মীর মাসরুরুজ্জামান রনি দোষীদের চিহ্নিত করে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। সংগঠনটির যোগাযোগ সম্পাদক মেহেদী হাসানের পাঠানো বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘আমরা বিশ্বাস করি স্বাধীন সাংবাদিকতার অন্যতম শর্ত ভয়হীন পরিবেশ নিশ্চিত করা। ডিইউএমসিজেএএ গণমাধ্যম প্রতিষ্ঠান এবং সাংবাদিকদের নিরাপত্তা রক্ষার দাবি করে। সাংবাদিকদের সুরক্ষায় সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে বলে আশা করে ডিইউএমসিজেএএ।’
এর আগে গতকাল সোমবার একই ঘটনার প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে বিবৃতি দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। হামলার প্রতিবাদে রাজু ভাস্কর্যে সমাবেশ করে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।