হোম > সারা দেশ > ঢাকা

ঢাবিতে শাটল চালু ও কোটা বাতিল চেয়ে স্মারকলিপি প্রদান

ঢাবি সংবাদদাতা

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যানজট ও শব্দদূষণ কমানো এবং টেকসই পরিবেশবান্ধব শাটল সার্ভিস চালুর দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীদের একটি দল। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, ক্যাম্পাসে শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে শুধু রেজিস্টার্ড চলাচল নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পরিবেশ রক্ষায় একটি কার্বনমুক্ত, টেকসই শাটল সার্ভিস চালুর দাবি জানান তাঁরা।

বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, ‘ট্রান্সজেন্ডার শব্দটি একটি বিতর্কিত পরিভাষা, যা আমাদের সমাজ ও শিক্ষাব্যবস্থায় জোরপূর্বকভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। আমরা শুরু থেকেই এই কোটার বিরোধিতা করে এসেছি। প্রশাসন দাবি মেনে নিলেও ভর্তি বিজ্ঞপ্তিতে এখনো শব্দটি ব্যবহৃত হচ্ছে।’ তিনি জানান, প্রক্টর তাঁদের আশ্বস্ত করেছেন, ভবিষ্যতে এ শব্দ আর ব্যবহার করা হবে না।

ডাকসু নির্বাচন প্রসঙ্গে মুসাদ্দেক আলী বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগে জুলাই গণহত্যায় মদদ দেওয়া শিক্ষক-শিক্ষার্থীদের বিচারের আওতায় আনতে হবে।

এ সময় মুসাদ্দেক আলী জানান, প্রশাসন ইতিমধ্যে গঠনতন্ত্র ও আচরণবিধি চূড়ান্ত করেছে এবং ভোটার তালিকা প্রস্তুত ও নির্বাচন কমিশন গঠনের কাজ করছে।

শিক্ষার্থী এ বি জুবায়ের বলেন, ‘আমাদের লক্ষ্য একটি নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা। রিকশা ও অটোরিকশার কারণে ক্যাম্পাসে যানজট লেগেই থাকে। আমরা চাই নির্ধারিত কিছু রেজিস্টার্ড রিকশা থাকুক, যারা নির্ধারিত ভাড়ায় সেবা দেবে।’

জুবায়ের আরও বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো পরিবেশবান্ধব শাটল বাসের সিস্টেম ঢাবিতেও চালু হলে শিক্ষার্থীদের দুর্ভোগ অনেকটাই কমে যাবে। প্রশাসনও আমাদের সঙ্গে একমত প্রকাশ করেছে এবং শিগগির ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।’

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার