রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় প্রিয়াঙ্গন শপিং সেন্টারের পাশে একটি তিনতলা ভবনে বিস্ফোরণের কারণ অনুসন্ধানে ঘটনাস্থলে এসেছে বাংলাদেশ সেনাবাহিনীর কেমিক্যাল ডিজাস্টার টিম (সিডিআরটি) ও বোম্ব ডিসপোজাল ইউনিটের দুটি দল।
আজ রোববার বেলা সোয়া তিনটার দিকে তারা ঘটনাস্থলে আসে। এরপর বিধ্বস্ত ভবনের সামনে পড়ে থাকা বিভিন্ন জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখে।
এ সময় সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের এক সদস্য জানান, বিস্ফোরণের কারণ অনুসন্ধানে সেনাবাহিনীর কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিম (সিডিআরটি) ও বোম্ব ডিসপোজাল ইউনিটের দুটি পৃথক দল ঘটনাস্থলে এসেছে।
এদিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসার পর ঘটনাস্থলে ডিএমপি পুলিশের কে-নাইন (k9) ডগ স্কোয়াড প্রশিক্ষিত তিনটি কুকুর দিয়ে তল্লাশি চালানো হয়।
আজ বেলা ১১টার কিছু আগে হঠাৎ ভবনটিতে বিস্ফোরণে দেয়াল ধসে পড়ে। এই সময় পথচারীসহ বেশ কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল, শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।