হোম > সারা দেশ > ঢাকা

বাক্‌, শ্রবণ ও দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সফটওয়্যার আনছে আইসিটি অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর আগারগাঁওয়ে মঙ্গলবার আয়োজিত কর্মশালা। ছবি: আজকের পত্রিকা

বাক্‌, শ্রবণ ও দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে বাংলা ভাষাভিত্তিক সফটওয়্যার নিয়ে আসছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) অধিদপ্তর। বাংলা ভাষায় স্ক্রিন রিডার, ব্রেইল কনভার্টার ও ইশারা ভাষা ডিজিটাইজেশনভিত্তিক সফটওয়্যার শিগগির জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। এ ছাড়া ইশারা ভাষার একটি ডেটাসেট উন্মুক্ত করা হবে।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে ‘প্রতিবন্ধিতা অতিক্রমণে প্রযুক্তি’ শীর্ষক এক কর্মশালায় এসব তথ্য জানানো হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের বাস্তবায়নাধীন ‘গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ’ প্রকল্পের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আইসিটি অধিদপ্তরের সচিব শীষ হায়দার চৌধুরী।

তিনি বলেন, ‘প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে নয়, বরং প্রযুক্তির মাধ্যমে অতিক্রম করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। এই প্রকল্পকে একটি ইন্ডাস্ট্রিতে রূপ দেওয়ার লক্ষ্যে সরকার ও একাডেমিয়াকে একযোগে কাজ করতে হবে। এ জন্য উন্নয়নাধীন বাংলা ভাষায় স্ক্রিন রিডার, ব্রেইল কনভার্টার ও ইশারা ভাষা ডিজিটাইজেশনভিত্তিক সফটওয়্যার কার্যকর ভূমিকা পালন করবে।’

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ইমপ্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মনসুর আহমেদ চৌধুরী।

তিনি বলেন, ‘আমি সাত বছর বয়সে দৃষ্টিশক্তি হারাই। তাই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ব্রেইল সংস্করণে তথ্য প্রদান আবশ্যক।’

প্রকল্প পরিচালক মো. মাহবুব করিম বলেন, ‘বাংলা ভাষাভাষীদের জন্য প্রযুক্তির মাধ্যমে সম-অধিকারের সুযোগ তৈরি করা এই প্রকল্পের অন্যতম লক্ষ্য। নৃগোষ্ঠী ভাষার ডিজিটাইজেশন, ইশারা ভাষা সফটওয়্যার ও দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ব্রেইল অ্যাপ্লিকেশন তৈরি করা হচ্ছে, যাতে সংশ্লিষ্ট অংশীজনদের প্রযুক্তি ব্যবহার ও যোগাযোগ আরও সহজতর হবে।’

কর্মশালায় উপস্থাপিত ধারণাপত্রে বলা হয়, মানব-কম্পিউটার যোগাযোগের প্রেক্ষাপটে ব্যবহারকারীকেন্দ্রিক ডিজাইনের গুরুত্ব অপরিসীম।

ধারণাপত্রে বাংলা সাইন ল্যাঙ্গুয়েজ রিকগনিশন সিস্টেম, টেক্সট টু সাইন পাপেট, বাংলা টেক্সট টু ব্রেইল, স্ক্রিন রিডার ‘আলো’ এবং টিটিএসভিত্তিক অডিও বুক তৈরির সার্বিক অগ্রগতি ও অবস্থান তুলে ধরা হয়।

কর্মশালায় একপর্যায়ে বাংলা ইশারা ভাষার ডেটাসেট উদ্বোধন করা হয়, যা এখন থেকে https://huggingface.co/datasets/banglagov/Ban-Sign-Sent-9 K-V 1–এই ঠিকানা থেকে উন্মুক্ত ব্যবহারের জন্য পাওয়া যাবে।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে