হোম > অপরাধ > ঢাকা

সোনারগাঁয়ে নারী শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় একটি বিস্কুট কারখানার নারী শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ। 

এ ঘটনায় আজ রোববার সকালে ভুক্তভোগীর বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। 

গ্রেপ্তাররা হলেন—সোনারগাঁ উপজেলার নানাখী পূর্বপাড়া গ্রামের অহিদুর রহমানের ছেলে মো. মমিন, একই এলাকার আ. হালিমের ছেলে আবু হানিফ ও শরিয়তপুরের ভেদরগঞ্জ থানার মনু গ্রামের ফজলুল হকের ছেলে মো. ফয়সাল। 

মামলার ভুক্তভোগীর স্বামী উল্লেখ করেন, উপজেলার একটি বিস্কুট ফ্যাক্টরিতে চাকরি করতেন তাঁর স্ত্রী। সেই সুবাধে সাখাওয়াত হোসেন নামে একজনের সঙ্গে তাঁর স্ত্রীর বন্ধুত্ব হয়। গত ১০ ফেব্রুয়ারি কেনাকাটার জন্য তাঁর স্ত্রী স্থানীয় একটি বাজারে গেলে সাখাওয়াতের সঙ্গে দেখা হয়। এ সময় তাঁর স্ত্রীকে বেড়াতে যাওয়ার কথা বলে কৌশলে ভয়ভীতি প্রদর্শন করে নানাখী এলাকায় একটি পরিত্যক্ত মুরগির ফার্মে নিয়ে প্রথমে সাখাওয়াত ধর্ষণ করেন। পরে মো. মমিন, মো. ফয়সাল ও হানিফ পালাক্রমে ধর্ষণ করেন। এ সময় ধর্ষণের ভিডিও ধারণ করে রাখেন আসামিরা। পরে তাঁর স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যান আসামিরা। 

সোনারগাঁ থানার পরিদর্শক মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, ‘নারী শ্রমিক ধর্ষণের ঘটনায় মামলা নেওয়া হয়েছে। এ মামলায় তিনজনকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।’ 

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন