হোম > সারা দেশ > ঢাকা

বনানীতে কংক্রিট মিক্সার ট্রাকের ধাক্কায় হারিয়ে গেল দুই পরিবারের স্বপ্ন

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর বনানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢালে কংক্রিট মিক্সার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় বনানী থানা-পুলিশ।

নিহতেরা হলেন, আশফাকুর রহমান আসিফ (২৪) ও আসিফ মাহমুদ সম্পদ (২১)।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ওসি রাসেল জানান, আশফাকুর মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। আরোহী ছিলেন আসিফ মাহমুদ। এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢালে আসলে একটি কংক্রিট মিক্সার ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়।

ওসি আরও জানান, ঘাতক গাড়িটি জব্দ করা হয়েছে। এর হেলপারকে আটক করা হয়েছে।

মৃত আশফাকুর রহমান আসিফের বন্ধু তালহা জোয়ার্দার জানান, দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ই বিভাগে পড়াশোনা শেষে চাকরির খোঁজে আশফাক ঢাকায় আসেন। ঢাকায় তেজগাঁও শাহিনবাগ এলাকায় মেসে থাকতেন তিনি। চাকরি খোঁজার পাশাপাশি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন তিনি। এক ভাই এক বোনের মধ্যে আশফাক বড়। তাঁর বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার বিসিক রোডের কুমারপাড়া এলাকায়। তাঁর বাবার নাম মো. আলম।

মৃত আসিফ মাহমুদ সম্পদের খালাতো ভাই কাজী সোহাগ হোসেন জানান, সম্পদ চট্টগ্রাম মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শেষ করে চাকরি খুঁজছিলেন। তাঁর বাবা মো. জাহিদুল ইসলাম বিজিবিতে কর্মরত রয়েছেন। কিছুদিন আগে তাঁর ব্রেন টিউমার ধরা পড়ে। টঙ্গী হাই কেয়ার জেনারেল হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। সম্পদ দুপুরের খাবার আনতে হাসপাতাল থেকে মোটরসাইকেলে করে তেজগাঁওয়ে খালার বাসায় যাচ্ছিলেন। তারপর বনানী এলাকায় দুর্ঘটনার শিকার হন।

সোহাগ আরও জানান, সম্পদের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার তখলপুর গ্রামে। দুই ভাই এক বোনের মধ্যে সম্পদ ছিল বড়।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে