হোম > সারা দেশ > ঢাকা

বনানীতে কংক্রিট মিক্সার ট্রাকের ধাক্কায় হারিয়ে গেল দুই পরিবারের স্বপ্ন

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর বনানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢালে কংক্রিট মিক্সার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় বনানী থানা-পুলিশ।

নিহতেরা হলেন, আশফাকুর রহমান আসিফ (২৪) ও আসিফ মাহমুদ সম্পদ (২১)।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ওসি রাসেল জানান, আশফাকুর মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। আরোহী ছিলেন আসিফ মাহমুদ। এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢালে আসলে একটি কংক্রিট মিক্সার ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়।

ওসি আরও জানান, ঘাতক গাড়িটি জব্দ করা হয়েছে। এর হেলপারকে আটক করা হয়েছে।

মৃত আশফাকুর রহমান আসিফের বন্ধু তালহা জোয়ার্দার জানান, দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ই বিভাগে পড়াশোনা শেষে চাকরির খোঁজে আশফাক ঢাকায় আসেন। ঢাকায় তেজগাঁও শাহিনবাগ এলাকায় মেসে থাকতেন তিনি। চাকরি খোঁজার পাশাপাশি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন তিনি। এক ভাই এক বোনের মধ্যে আশফাক বড়। তাঁর বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার বিসিক রোডের কুমারপাড়া এলাকায়। তাঁর বাবার নাম মো. আলম।

মৃত আসিফ মাহমুদ সম্পদের খালাতো ভাই কাজী সোহাগ হোসেন জানান, সম্পদ চট্টগ্রাম মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শেষ করে চাকরি খুঁজছিলেন। তাঁর বাবা মো. জাহিদুল ইসলাম বিজিবিতে কর্মরত রয়েছেন। কিছুদিন আগে তাঁর ব্রেন টিউমার ধরা পড়ে। টঙ্গী হাই কেয়ার জেনারেল হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। সম্পদ দুপুরের খাবার আনতে হাসপাতাল থেকে মোটরসাইকেলে করে তেজগাঁওয়ে খালার বাসায় যাচ্ছিলেন। তারপর বনানী এলাকায় দুর্ঘটনার শিকার হন।

সোহাগ আরও জানান, সম্পদের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার তখলপুর গ্রামে। দুই ভাই এক বোনের মধ্যে সম্পদ ছিল বড়।

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির