হোম > সারা দেশ > ঢাকা

ডেমরায় হেলে পড়েছে ছয়তলা আবাসিক ভবন, সিলগালা

জহিরুল আলম পিলু 

ডেমরায় হেলে পড়া ছয়তলা ভবন। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর ডেমরায় ছয়তলা একটি ভবন প্রায় এক সপ্তাহ আগে হেলে পড়ে পাশের আরেকটি ভবনের ওপর। হেলে পড়া ভবনটির সাতটি ফ্ল্যাটে প্রায় ৩০ জন মানুষের বাস। যেকোনো সময় ধসে পড়বে—এই আশঙ্কায় আজ রোববার দুপুরে এটি খালি করে সিলগালা করার নির্দেশ দেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ।

এর কয়েক ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে ভবনটি ছেড়ে সব বাসিন্দা চলে গেছে বলে নিশ্চিত করেছেন ডিএসসিসির জোন-৮-এর নির্বাহী প্রকৌশলী মো. খলিলুর রহমান।

আজ দুপুরে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে হেলে পড়া ভবনটি পরিদর্শনে যান নির্বাহী প্রকৌশলী খলিলুর রহমান। পরিদর্শন শেষে ভবনটি খালি করার নির্দেশ দেন তিনি।

খলিলুর রহমান বলেন, ‘ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় ম্যানশন ভবন নামের বাড়িটির সব বাসিন্দাকে এটি খালি করার নোটিশ দেওয়া হয়। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আগেই আমরা আজ ভবনটি সিলগালা করে দিয়েছি।’

সরেজমিন দেখা গেছে, ডেমরার হাজীনগর এলাকার বাইতুল কাওছার জামে মসজিদসংলগ্ন মো. শহিদ মিয়ার বাড়ি পাশের আরেকটি বাড়ির ওপর হেলে আছে। ২০০০ সালের মাঝামাঝি সময়ে এটি নির্মাণ করা হয় বলে জানা গেছে।

স্থানীয় ব্যক্তিরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে হেলে পড়া ভবনটির অবস্থান মধ্য হাজীনগরের প্রবেশমুখে হওয়ায় সড়কে চলাফেরা করা সাধারণ মানুষও ঝুঁকিমুক্ত না। যে ভবনের ওপর এটি হেলে পড়েছে, সেটির বাসিন্দারাও আতঙ্কে আছে।

এ বিষয়ে বাড়ির মালিক শহিদ মিয়া বলেন, ‘আমি বিদেশে থেকে সারা জীবন কষ্ট করে এই ভবন তৈরি করেছি। এটাই আমার শেষ সম্বল। কোনো ধরনের নির্মাণ ত্রুটি ছিল না ভবন নির্মাণে। এখন আমি কী করব, বুঝতে পারছি না।’

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে