হোম > সারা দেশ > ঢাকা

পল্লবীতে ১৬ জন মিলে নারী ‘সাংবাদিককে’ টেনে হিঁচড়ে নির্মাণাধীন ভবনে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

রাজধানীর পল্লবীতে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। তিনি ঢাকায় একটি গণমাধ্যমে কাজ করেন বলে জানিয়েছেন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে তিনি ভুক্তভোগী অভিযোগ দায়ের করেছেন বলে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম।

গতকাল সোমবার রাতে তিনি এ ঘটনার শিকার হন বলে অভিযোগে উল্লেখ করেন। এ ঘটনায় গ্রেপ্তার দুজন হলেন—হামিদুর রহমান ও এনামুল হক।

ওসি নজরুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার দুপুরে এক নারী সাংবাদিক সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি তাৎক্ষণিক আমলে নিয়ে দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

অভিযোগের পর ভুক্তভোগী নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

মামলায় অভিযোগের বিষয়ে পুলিশ জানায়, ভুক্তভোগী ওই নারীর অভিযোগ-গতকাল সোমবার রাতে পল্লবীর ইসিবি চত্বর এলাকায় ওই তাঁকে ১৬ জন ব্যক্তি মিলে ধরে নিয়ে যায়। পরে তাঁকে সংঘবদ্ধ ধর্ষণ করে। মামলায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও আটজনকে আসামি করা হয়েছে।

হাসপাতালে ভুক্তভোগী নারী বলেন, তাঁর বয়স ৫০ বছর। তুরাগ এলাকায় থাকেন। ঢাকায় একটি পত্রিকায় কাজ করেন। সোমবার রাত ১১টার দিকে ইসিবি চত্বর এলাকায় অনুসন্ধানী প্রতিবেদনের জন্য যান। এ সময় ওই এলাকার ১৬ জনের প্রতারকচক্র তাঁকে জোরপূর্বক টেনে-হিঁচড়ে একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে তাঁকে ধর্ষণ করা হয়।

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার