হোম > সারা দেশ > ঢাকা

ডেমরায় অপহৃত কিশোরী গাবতলীতে উদ্ধার, গ্রেপ্তার ১ 

রাজধানীর ডেমরা থেকে অপহৃত (১৫) মাদ্রাসার এক ছাত্রীকে ঢাকার গাবতলী এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করা হয়। 

আজ বৃহস্পতিবার ভোরে কিশোরীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠায় পুলিশ। 

গ্রেপ্তার সজিব আহম্মেদ (২০) ডেমরা মোস্তমাঝী হানিফের বাড়ির ভাড়াটিয়া ও ভোলার দৌলতখান থানার উত্তর জয়নগর গ্রামের মো. জামালের ছেলে। 

পুলিশ জানায়, গত ৩০ এপ্রিল রাতে মায়ের সঙ্গে একটি ফার্মেসিতে ওষুধ কিনতে আসলে পূর্বপরিকল্পিতভাবে সজিব কিশোরীকে অপহরণ করে। এ ঘটনায় গতকাল বুধবার দিবাগত রাতে কিশোরীর বাবা ডেমরা থানায় সজিবের বিরুদ্ধে মামলা করেন। 

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, মাদ্রাসায় যাওয়া আসার পথে সজিব ভুক্তভোগীকে প্রতিনিয়ত প্রেমের প্রস্তাবসহ নানাভাবে উত্ত্যক্ত করত। আর ওই প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয়ে সজিব মেয়েটিকে অপহরণ করে। 

প্রযুক্তি ব্যবহার করে ডেমরা থানার এসআই (উপরিদর্শক) মো. সেলিম আজ ভোরে অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। সজিব আহম্মেদকে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠালে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান তিনি।

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার