হোম > সারা দেশ > ঢাকা

অবৈধভাবে মালয়েশিয়ায় যাত্রা, সেন্ট মার্টিনে ট্রলারসহ ২১৪ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের সেন্ট মার্টিনে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ট্রলারসহ আটক রোহিঙ্গারা। ছবি: সংগৃহীত

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় একটি ট্রলারসহ ২১৪ জন রোহিঙ্গাকে আটক করেছে নৌবাহিনী। বঙ্গোপসাগরে টহলরত নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা দুর্জয়’–এর সদস্যরা কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপের কাছাকাছি এলাকা থেকে তাঁদের আটক করেন। গতকাল মঙ্গলবার রাতে নৌবাহিনীর পাঠানো বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বিকেলে মাছ ধরার ট্রলারে করে বিপুলসংখ্যক রোহিঙ্গার সাগরপথে মালয়েশিয়া যাওয়ার তথ্য পায় নৌবাহিনী। পরে নৌবাহিনী সেন্ট মার্টিন দ্বীপের কাছাকাছি এলাকায় ‘এফভি কুলসুমা’ নামের মাছ ধরার একটি ট্রলারের গতিরোধ করে। ট্রলারটি থেকে ২১৪ রোহিঙ্গাকে আটক করা হয়। তাঁদের মধ্যে ১১৮ জন পুরুষ, ৬৮ জন নারী ও ২৮টি শিশু রয়েছে। আটক রোহিঙ্গারা মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে কক্সবাজারে আশ্রয়শিবিরে ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নৌবাহিনীর জিজ্ঞাসাবাদে আটক রোহিঙ্গারা জানিয়েছেন, ট্রলারটি গতকাল ভোররাতের দিকে টেকনাফের শামলাপুর এলাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেছিল। মানব পাচারকারী চক্র সাগরপথে এসব রোহিঙ্গাকে মালয়েশিয়া নিয়ে যাচ্ছিল।

নৌবাহিনী জানিয়েছে, ট্রলারটিতে ন্যূনতম জীবন রক্ষাকারী সরঞ্জাম, পর্যাপ্ত খাদ্য, পানি ও সুরক্ষাব্যবস্থা ছাড়া সাগরপথে যাত্রা শুরু করে; যা গভীর সমুদ্রে মানবিক বিপর্যয় সৃষ্টি করতে পারত। নৌবাহিনীর তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপে এ বিপর্যয় প্রতিহত করা সম্ভব হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সেন্ট মার্টিন দ্বীপের কোস্ট গার্ডের স্টেশন কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট