হোম > সারা দেশ > ঢাকা

অবৈধভাবে মালয়েশিয়ায় যাত্রা, সেন্ট মার্টিনে ট্রলারসহ ২১৪ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের সেন্ট মার্টিনে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ট্রলারসহ আটক রোহিঙ্গারা। ছবি: সংগৃহীত

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় একটি ট্রলারসহ ২১৪ জন রোহিঙ্গাকে আটক করেছে নৌবাহিনী। বঙ্গোপসাগরে টহলরত নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা দুর্জয়’–এর সদস্যরা কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপের কাছাকাছি এলাকা থেকে তাঁদের আটক করেন। গতকাল মঙ্গলবার রাতে নৌবাহিনীর পাঠানো বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বিকেলে মাছ ধরার ট্রলারে করে বিপুলসংখ্যক রোহিঙ্গার সাগরপথে মালয়েশিয়া যাওয়ার তথ্য পায় নৌবাহিনী। পরে নৌবাহিনী সেন্ট মার্টিন দ্বীপের কাছাকাছি এলাকায় ‘এফভি কুলসুমা’ নামের মাছ ধরার একটি ট্রলারের গতিরোধ করে। ট্রলারটি থেকে ২১৪ রোহিঙ্গাকে আটক করা হয়। তাঁদের মধ্যে ১১৮ জন পুরুষ, ৬৮ জন নারী ও ২৮টি শিশু রয়েছে। আটক রোহিঙ্গারা মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে কক্সবাজারে আশ্রয়শিবিরে ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নৌবাহিনীর জিজ্ঞাসাবাদে আটক রোহিঙ্গারা জানিয়েছেন, ট্রলারটি গতকাল ভোররাতের দিকে টেকনাফের শামলাপুর এলাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেছিল। মানব পাচারকারী চক্র সাগরপথে এসব রোহিঙ্গাকে মালয়েশিয়া নিয়ে যাচ্ছিল।

নৌবাহিনী জানিয়েছে, ট্রলারটিতে ন্যূনতম জীবন রক্ষাকারী সরঞ্জাম, পর্যাপ্ত খাদ্য, পানি ও সুরক্ষাব্যবস্থা ছাড়া সাগরপথে যাত্রা শুরু করে; যা গভীর সমুদ্রে মানবিক বিপর্যয় সৃষ্টি করতে পারত। নৌবাহিনীর তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপে এ বিপর্যয় প্রতিহত করা সম্ভব হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সেন্ট মার্টিন দ্বীপের কোস্ট গার্ডের স্টেশন কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে