হোম > সারা দেশ > ঢাকা

বৈষম্যবিরোধী আন্দোলনে বাড্ডায় নিহত রিকশাচালকের মরদেহ কবর থেকে উত্তোলন

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাড্ডায় নিহত হাফিজুল শিকদার (২৯) নামে এক রিকশা চালকের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

আজ রোববার (১ ডিসেম্বর) দুপুরের দিকে মধ্য বাড্ডা মোল্লাপাড়া বরকতপুর কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সুরতহাল প্রতিবেদনে সিআইডির পুলিশ পরিদর্শক রিজুয়ানুল হক উল্লেখ করেন, নিহত হাফিজুল শিকদারের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর থানার রঘুনাথপুর গ্রামে। বাবার আবু বকর শিকদার। বর্তমানে বাড্ডা রূপনগরে এলাকার ১৮৮৬ নম্বর বাড়িতে ভাড়া থাকত।

সুরতহাল প্রতিবেদনে আরও উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ২০ জুলাই বাড্ডার প্রগতি সরণি এলাকায় তার অটোরিকশা নিয়ে অবস্থান কালে গুলিবিদ্ধ হয় নিহত হয়। এরপর পরিবার তাকে বাড্ডার বরকতপুর মোল্লা কবরস্থানে দাফন করে।

আদালতের নির্দেশে আজ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আছিফ উদ্দিন মিয়ার উপস্থিতিতে কবর থেকে তার মরদেহ উত্তোলন করা হয়। এরপর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

মর্গ সূত্রে জানা যায়, দুপুরে হাফিজুল শিকদারের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা